আজ, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

ডাসকো ফাউন্ডেশন এ মিডওয়াইফ নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular At DASCOH Foundation

জুন ১, ২০১৯, ১২:৩২ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ বাস্তবায়িত লক্ষীপুর ও চাঁদপুর জেলায় ডাসকো ফাউন্ডেশন এর “ইউএসএআইডি এর মামনি ম্যাটারনাল এন্ড নিউবর্ন কেয়ার স্ট্রেন্থেনিং প্রোজেক্ট” এর জন্য গতিশীল প্যারামেডিক/ মিডওয়াইফ কর্মী অনুসন্ধান করছে।

খালি পদঃ ০২

চাকরির দায়িত্বসমূহ

  • ক্লিনিক্যাল কার্যক্রম সম্পাদন করা (এএনসি, এনভিডি এবং পিএনসি) এবং ইউএইচ এবং এফডব্লিউসি/ ইউএসসি এবং স্যাটেলাইট ক্লিনিকে সেবা দেয়া।
  • এফডব্লিউসি এবং স্যাটেলাইট ক্লিনিকে হেলথ সার্ভিস প্রোভাইডার হিসাবে মেন্টরশীপ সম্পাদন করা।
  • উপজেলা সমন্বয়কারীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কমিটির সমন্বয় সাধন করা।
  • ইউএইচ ও এফডব্লিউসি এবং সিসি লেভেলে এইচএসপি ক্যাপাসিটিভ করতে ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করা।
  • স্বাস্থ্যসেবা নিতে আসা ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রদান করা।

চাকরির ধরনঃ ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতাঃ মিডউইফারি কোর্স সহ নার্সিংয়ে স্নাতক।

অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ৩ বছর

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • বয়স সর্বোচ্চ ৪৫ বছর
  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • মা ও শিশু, নবজাতকদের যত্নের বিষয়ে টেকনিক্যাল জ্ঞান থাকবে।
  • বাংলাদেশ হেলথ সিস্টেমে জ্ঞান থাকবে বিশেষত প্রাইমারি হেলথ কেয়ার।
  • নিরাপদ প্রসবের উপর এইচএসপি ক্যাপাসিট বা উপদেশ দিতে সক্ষম।
  • চাপের অবস্থায় কাজ করতে সক্ষম হতে হবে।
  • পিরিওডিক রিপোর্ট প্রস্তুত করতে সক্ষম হতে হবে।
  • এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কম্পিউটার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
  • মোটর সাইকেল চালাতে সক্ষত হতে হবে।
  • অনুরূপ কাজে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

কর্মস্থলঃ চাঁদপুর, লক্ষ্মীপুর

বেতনঃ 

  • টাকা. ২৮০০০ – ৩০০০০ (মাসিক )
  • সংগঠনের নীতি অনুযায়ী ২.২৫ উৎসব বোনাস, পিএফ, গ্রাচ্যুইটি, হেলথ ইন্স্যুরেন্স এবং ছুটির সুবিধা প্রদান করা হবে।
  • T/A, Mobile bill, Weekly 2 holidays
আবেদনের শেষ তারিখ: জুন ১৬, ২০১৯
উল্লেখিত আবশ্যকতাসমূহ পূরণে সক্ষম ৪৫ বছর বা তার কম বয়সী প্রার্থীদের থেকে দুটি রেফারেন্স (পূর্বের ও বর্তমান কর্মীর) এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ২৩/৪/২০১৯ এর মধ্যে প্রেরণ করুন:
দ্য চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), ডাসকো ফাউন্ডেশন, লুথারেন মিশন কমপ্লেক্স, ডিঙ্গাডোবা, রাজপাড়া, রাজশাহী-৬২০১
নির্বাচিত প্রার্থীদেরকে রিটেন টেস্ট এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য কল করা হবে। অসম্পূর্ণ দরখাস্ত বিবেচনাযোগ্য নয় এবং সংগঠন যে কোন কারণ ব্যতিরেকে কোন আবেদন প্রত্যাখ্যান করা অথবা নিয়োগ প্রক্রিয়া বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে। অনুগ্রহপূর্বক টেলিফোন বা মোবাইল নম্বর উল্লেখ করুন। সাক্ষাৎকারের সময় আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ সহ জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করাতে হবে। বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর নারী ও সদস্যদের বিশেষভাবে উল্লেখিত পদের জন্য আবেদন করতে উৎসাহিত করা হলো। ডাসকো ফাউন্ডেশন একটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগকর্তা।
রিজিউমি গ্রহণের উপায়
শুধুমাত্র দরখাস্তের হার্ড কপি গ্রহনযোগ্য হবে।

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen