তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি | Department of Information and Communication Technology jobs
Department of Information and Communication Technology, Department of Information and Communication Technology jobs
চাকরির বর্ণনাঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদ সমুহঃ
- সহকারী প্রশিক্ষক
- কো-অর্ডিনেটর (আইটিইএস কোর্স)
- কো-অর্ডিনেটর (আইসিটি কোর্স)
- কো-অর্ডিনেটর (সার্ভিস রিলেশনসিপ)
- সহকারী ডেভেলপার
- সহকারী প্রোগ্রামার
- সহকারী ইঞ্জিনিয়ার (ফ্যাসিলিটিজ অপারেশন)
- সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
- সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
- অ্যাসোসিয়েট (প্রশিক্ষক পুল ব্যবস্থাপনা)
- অ্যাসোসিয়েট (হেল্প ডেস্ক)
- অ্যাসোসিয়েট (কনটেন্ট ব্যবস্থাপনা)
- অ্যাসোসিয়েট (অডিট কমপ্লায়েন্স)
- অ্যাসোসিয়েট (পরিকল্পনা)
- অ্যাসোসিয়েট (BCP-DR)
- উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
- উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের নিয়ম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটে (www.doict.gov.bd) আবেদন ফরমের নমুনা পাওয়া যাবে। ডাউনলোডকৃত ফরম কম্পিউটার কম্পোজ করে স্বাক্ষরসহ প্রেরণ করতে হবে এবং আবেদনপত্রের সফটকপি ইউনিকোডে পূরণ করে pd@shepower.gov.bd ইমেইলে প্রেরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি “প্রকল্প পরিচালক, ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প’, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার (লেভেল-৮), আগারগাঁও, ঢাকা-১২০৭” ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪/০৮/২০২৩ ইং।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)