আজ, শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Madaripur Deputy Commissioners Office Job circular

মার্চ ৬, ২০২৪, ৯:০৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Madaripur Deputy Commissioners Office Job circular, Madaripur Deputy Commissioners Office

মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক এবং মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

১) পদের নাম: নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।

  • মহল্লাদার (রাপ্তি ইউনিয়ন)
  • মহল্লাদার (কুনিয়া ইউনিয়ন)
  • মহল্লাদার (ধুরাইল ইউনিয়ন)
  • মহল্লাদার (ঝাউদি ইউনিয়ন)
  • মহল্লাদার (কেন্দুয়া ইউনিয়ন)
  • মহল্লাদার (দুধখালী ইউনিয়ন)
  • মহল্লাদার (ঘটমাঝি ইউনিয়ন)
  • মহল্লাদার (শিরখাড়া ইউনিয়ন)
  • মহল্লাদার (ছিলারচর ইউনিয়ন)
  • মহল্লাদার (পেয়ারপুর ইউনিয়ন)
  • মহল্লাদার (মস্তফাপুর ইউনিয়ন)
  • মহল্লাদার (বাহাদুরপুর ইউনিয়ন)
  • মহল্লাদার (খোয়াজপুর ইউনিয়ন)
  • মহল্লাদার (কালিকাপুর ইউনিয়ন)

আগ্রহী প্রার্থীরা মাদারীপুর জেলার ওয়েবসাইট www.madaripur.gov.bd অথবা কার্যালয় হতে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদন করা যাবে 20 Mar 2024 ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত। সুত্র: ইত্তেফাক

Madaripur Deputy Commissioners Office Job circular

মাদারীপুর একটি ইতিহাস সমৃদ্ধ জনপদ। পঞ্চদশ শতাব্দীর সাধক হযরত বদরুদ্দিন শাহ্ মাদার(রঃ) এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। প্রাচীনকাল থেকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে এসেছে আজকের এই মাদারীপুরের ইতিহাস।

প্রাচীন কাল থেকে ইংরেজ আমলের পূর্ব পর্যমত্মঃঅতি প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর। ইদিলপুর চন্দ্রদ্বীপ রাজ্যের একটি উন্নত জনপদ ছিল। তখন এ অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমন্ডল। কোটালীপাড়া ছিল বাংলার সভ্যতার অন্যতম কেন্দ্র। খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালীপাড়া ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল।গ্রিকবীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় ৩২৭ খ্রিস্টপূর্বে কোটালীপাড়া অঞ্চলে গঙ্গাঁরিডি জাতি স্বাধীনভাবে রাজত্ব করত। তারপর এ অঞ্চল (৩২০-৪৯৬ খ্রিঃ) গুপ্তরাজাদের অধীনে ছিল। বাংলার স্বাধীন শাসক শশাঙ্কের মৃত্যুর পর একশত বছর(৬৫০-৭৫০ খ্রিঃ) বাংলার ইতিহাস ‘‘মাৎসায়ন’’ নামে খ্যাত। জোর যার মূল্লক তার চলতে থাকে। ৭৫০ খ্রিস্টাব্দে গোপালকে রাজা নির্বাচিত করা হয়। পাল বংশ ৭৫০-১২২৪ খ্রিস্টাব্দ পর্যমত্ম বাংলা শাসন করে।

Madaripur subdivision was established in 1854 under the district of Bakerganj. In 1873 it was separated from Bakerganj and annexed to Faridpur district. Madaripur subdivision was turned into a district in 1984. Madaripur district was named after the Sufi saint Sayed Badiuddin Ahmed Zinda Shah Madar

Total population: 12,12,198 (Census and Housing – 2020)

Madaripur district has 3 Parliamentary seats, 4 Upazilas, 5 Police Stations, 4 Municipalities, 59 Union Parishads, 1062 Villages and 479 Mouzas

reference: https://en.wikipedia.org/wiki/Madaripur_District

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen