আজ, বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Electricity Generation Company of Bangladesh Limited Job Circular

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


EGCB Job Circular, EGCB Job Circular 2024

চাকরির বর্ণনাঃ

ইলেক্ট্রিসিটি জেনেরেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) অধীনে নিন্মবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

পদের নাম এবং সংখ্যাঃ

  • কুক
  • গাড়ীচালক
  • ক্লিনিং স্টাফ
  • কেয়ারটেকার
  • নিরাপত্তা প্রহরী
  • টেকনিক্যাল অ্যাটেনডেন্ট

কাজের ধরনঃ

ফুল টাইম ।

আবেদন করার শেষ তারিখঃ ২২/১০/২০২৪ ইং ।

বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





 

Electricity Generation Company of Bangladesh Limited Job Circular

ইতিহাসঃ

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সেক্টর রিফর্ম এর আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর একটি প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে ২৩ নভেম্বর ১৯৯৬ তারিখে মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড গঠিত হয়। পরবর্তীতে, ১৬ ফেব্রুয়ারী ২০০৪ তারিখে মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড এর নাম পরিবর্তিত হয়ে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) হয়। ইজিসিবি ১৫ জানুয়ারী ২০০৯ তারিখে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকা।
পরিচিতিঃ

প্রাথমিক পর্যায়ে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন শুরু করার মাধ্যমে ইজিসিবি’র কার্যক্রম শুরু হয়। প্রকল্প তিনটির মধ্যে সিদ্ধিরগঞ্জ ২´১২০ মেঃওঃ পিকিং পাওয়ার প্লান্ট (পিপিপি) হতে ০৫ ফেব্রুয়ারী ২০১২ তারিখে, হরিপুর ৪১২ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) হতে ০৬ এপ্রিল ২০১৪ তারিখে, সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি এর সিম্পল সাইকেল (গ্যাস টারবাইন) হতে ০১ মে ২০১৮ তারিখে এবং কম্বাইন্ড সাইকেল (স্টীম টারবাইন) হতে ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ইজিসিবি লিঃ এর তিনটি বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৯৫৮ মেঃওঃ।

 

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগানে সরকার ২০২১ সালের মধ্যে  সবার জন্য বিদ্যুৎ  সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি এবং বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ইজিসিবি বিভিন্ন মেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে। ফেনী এবং মুন্সীগঞ্জ জেলায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি কয়লা, ডুয়েল-ফুয়েল, লিকুইড ফুয়েল এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

 

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানী নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে ১০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উক্ত লক্ষ্যমাত্রা, এসডিজি, পাওয়ার সিষ্টেম মাস্টার প্ল্যান (পিএসএমপি)’২০১৬ এর সাথে সঙ্গতি রেখে এবং জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমানো ও কার্বন নির্গমন হ্রাসকরণে বাংলাদেশের Nationally Determined Contribution (NDC) লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ইজিসিবি ফেনী জেলার সোনাগাজীতে সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণকৃত ভূমিতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সৌর এবং বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে।

History:

Meghnaghat Power Company Limited was formed on 23 November 1997 as a private limited company under the Companies Act, 1994 as an institution of the Bangladesh Power Development Board under the Power Sector Reform of the Government of Bangladesh. Subsequently, on 16 February 2004, the name of Meghnaghat Power Company Limited was changed to Electricity Generation Company of Bangladesh Limited (EGCB). EGCB was transformed from a private limited company to a public limited company on 15 January 2009. At present the authorized capital of the company is 5,000 (five thousand) crore rupees.
Introduction:

EGCB’s activities started with the implementation of construction projects for three power plants at an early stage. Among the three projects, Siddhirganj 28120 MW: Picking Power Plant (PPP) on 05 February 2012, Haripur 412 MW: Combined Bicycle Power Plant (CCPP) on 08 April 2014, Siddhirganj 335 MW: CCPP’s Simple 1 Commercial power generation from combined cycle (steam turbine) started commercially on 09 September 2019. The current total power generation capacity of EGCB Ltd.’s three power plants is 956 MW.

 

Under the slogan “Sheikh Hasina’s initiative, electricity at home”, the government is committed to ensuring electricity facilities for all by 2021. EGCB has adopted plans in different periods to implement the targets of the government’s 7th Five Year Plan, SDG and Power Generation Master Plan. In Feni and Munshiganj districts, besides gas based power plants, plans have been taken to set up coal, dual-fuel, liquid fuel and renewable energy based power plants. Initiatives have been taken to implement power plant construction projects through joint ventures.

 

According to the Renewable Energy Policy of Bangladesh, the Government of Bangladesh has set a target of 10% power generation from renewable energy sources by 2020. In line with the said target, SDG, Power System Master Plan (PSMP) 2018 and to achieve the Nationally Determined Contribution (NDC) target of Bangladesh in reducing dependence on fossil fuels and reducing carbon emissions Has undertaken the construction of solar and wind power plants through various projects on the land in phases.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen