আজ, শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Jamuna Group Job Circular । যমুনা গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Jamuna Group Job Circular, Jamuna Group Job Circular BD

Jamuna Group Job Circular

চাকরির বর্ণনাঃ

যমুনা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের উৎপাদন সামগ্রী (ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল এবং স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অফিসে উপস্থিত হতে হবে। প্রতি শনিবার প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ চলছে।

পদের নাম এবং সংখ্যাঃ

ফিল্ড অফিসার – ৯০ জন

  • যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে। কোম্পানির বিক্রয় নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সর্বোত্তম সম্ভাব্য গ্রাহক সেবা প্রদান করতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ২০ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
  • বেতন: মাসিক বেতন ১৭,০০০ থেকে ১৯,০০০ টাকা (টিএ/ডিএসহ)
  • সুযোগ–সুবিধা: বিক্রির ওপর কমিশন ইনসেনটিভ, ঈদ বোনাস ও বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ, পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

ফুল টাইম ।

বেতনঃ

মাসিক বেতন ১৭,০০০ থেকে ১৯,০০০ টাকা (টিএ/ডিএসহ) ।

আবেদন করার প্রক্রিয়াঃ

নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।

আগ্রহীদের আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি করপোরেশন/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার (মূল কপি) সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রসহ করপোরেট অফিস, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল বিশ্বরোড, ঢাকায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন করার শেষ তারিখঃ (প্রতি শনিবার প্রধান কার্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১২পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ চলছে) ।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

APPLY ONLINE

Jamuna Group, established in 1974, is one of Bangladesh’s largest industrial conglomerates, encompassing diverse sectors such as textiles, chemicals, leather, motorcycles, consumer products, media, and advertising.

As of February 2025, Jamuna Group has announced several job vacancies across various positions. For instance, Jamuna Electronics & Automobiles Ltd., a subsidiary of Jamuna Group, is seeking candidates for the position of Area Manager – Sales, Plaza (Electronics Products), with an application deadline of February 27, 2025.

To explore current job opportunities and application procedures, you can visit Jamuna Group’s official career page

Industrial leader in the private sector. He heralded the Jamunas appearance in the arena of private industrial sector in 1974 with the mission and vision of building newly independent Bangladesh as a happy and prosperous country. Jamuna started its journey with the Jamuna Electric Manufacturing Co. Ltd in 1974 and it pioneered the manufacturing electrical accessories and fittings in Bangladesh since 1975. There after JGI flourished as a giant conglomerates as shown in the chronology.

 


 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen