আজ, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

ল্যাব ওয়ান হসপাতালে “নার্স” সহ বিভিন্ন পদে নিয়োগ | Lab One Hospital Ltd Job Circular

সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:২০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Lab One Hospital Ltd Job Circular, Lab One Hospital Ltd Job Circular 2021

চাকরির বর্ণনাঃ

ঢাকার উত্তরায় অবস্থিত ‘ল্যাব ওয়ান হাসপাতাল লিঃ’ এবং গ্রীন রােডে অবস্থিত ‘ল্যাব ওয়ান রিসার্চ ইনস্টিটিউট অব হেমাটোলজী এন্ড হাসপাতাল (সিস্টার কনসার্ন অব ‘ল্যাব ওয়ান ফাউন্ডেশন’)’ বেসরকারী। পর্যায়ে অনাতম পর্ণাঙ্গ বিশেষায়িত ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, হিমােফিলিয়া, লিম্ফোমা, মাইলােমা, এপ্লাস্টিক অ্যানিমিয়া সহ অন্যান্য রক্তরােগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণা কেন্দ্র। উপরে উল্লেখিত দুইটি হাসপাতাল পরিচালনার প্রয়ােজনে নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদ সমুহঃ

  • মেডিকেল অফিসার- ১০ জন – এমবিবিএস পাশ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ম্যানেজার- ০৫ জন | স্নাতক/স্নাতকোত্তর। হাসপাতালে কাজের কমপক্ষে ০১ বছরের
  • হিসাবরক্ষক- ০৫ জন সাতক/স্নাতকোত্তর। হাসপাতালে কাজের কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা। |
  • সুপারভাইজার- ০৫ জন |স্নাতক/স্নাতকোত্তর। হাসপাতালে এই পদে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা
  • নার্স- ২০ জন ও ও.টি নার্স- ০৫ জন বিএসসি/ডিপ্লোমা/নন-ডিপ্লোমা। হাসপাতালে কাজের ০১ বছরের অভিজ্ঞতা |
  • রিসিপশনিস্ট- ১০ জন |ডিগ্রি/স্নাতক/স্নাতকোত্তর। হাসপাতালে কাজের এক বছরের অভিজ্ঞতা |
  • ল্যাব টেকনােলজিস্ট- ১৫ জন ডিপ্লোমা ইন ল্যাব টেকনােলজী। ল্যাবে কাজের কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা |
  • ফার্মেসী সেলস্ম্যান- ১০ জন এস.এস.সি/এইচ.এস.সি./ডিপ্লোমা ইন ফার্মেসী। কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা
  • আইটি ও নেটওয়ার্কার- ০৪ জন ডিপ্লোমা ইন সিএসই/ নেটওয়ার্কিং। হাসপাতলে কাজের ০১ বছরের অভিজ্ঞতা |
  • ওয়ার্ডবয়- ১০ জন অষ্টম শ্রেণি/এস.এস.সি/এইচ.এস.সি.। হাসপাতালে কাজের ০১ বছরের অভিজ্ঞতা |
  • সিকিউরিটি গার্ড- ০৬ জন হাসপাতালে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা

আবেদন করার প্রক্রিয়াঃ

অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীদেরকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করে আগামী ১৫ অক্টোবর, ২০২১ খ্রিঃ এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পৌছাতে হবে। মােবাইল নম্বরসহ আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, ০৩ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল পরীক্ষার সনদপত্র এবং প্রযােজ্যক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। আবেদন পত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। সকল পদের বেতন আগােচনা সাপেক্ষে। বাসা #০৮, রােড #১২, সেক্টর #১৪, উত্তরা, ঢাকা-১২৩০, মােবাইলঃ ০১৯২২-১১৭৬৭৬, ফোনঃ ০২-৫৫০৯৫১৬০

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





Lab One Hospital Ltd Job Circular

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen