MH Samorita Hospital and Medical College Job Circular । এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি
MH Samorita Hospital and Medical College Job Circular, MH Samorita Hospital and Medical College Job Circular
চাকরির বর্ণনাঃ
এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ-এ নিন্মবর্ণিত পদ সমূহে জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে ।
পদের নামঃ
- সহযোগী অধ্যাপক, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি
- সহযোগী অধ্যাপক, সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস্
- সহযোগী অধ্যাপক, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
- সহযোগী অধ্যাপক, ওরাল প্যাথলজি এন্ড পেরিওডন্টোলজি
- সহযোগী অধ্যাপক, অর্থোডন্টিক এন্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স
- সহকারী অধ্যাপক, শিশু
- সহকারী অধ্যাপক, মেডিসিন
- সহকারী অধ্যাপক, প্যাথলজি
- সহকারী অধ্যাপক, ইউরোলজি
- সহকারী অধ্যাপক, কার্ডিওলজি
- সহকারী অধ্যাপক, ফিজিওলজি
- সহকারী অধ্যাপক, প্রস্থোডন্টিক্স
- সহকারী অধ্যাপক, বায়োকেমিস্ট্রি
- সহকারী অধ্যাপক, ওরাল এনাটমি
- সহকারী অধ্যাপক, নিওনেটোলজি
- সহকারী অধ্যাপক, নিউরো সার্জারী
- সহকারী অধ্যাপক, নিউরো মেডিসিন
- সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি
- সহকারী অধ্যাপক, চিলড্রেন ডেন্টিস্ট্রি
- সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি
- সহকারী অধ্যাপক, গ্যাসট্রোএন্ট্রারোলজি
- সহকারী অধ্যাপক, ডেন্টাল ফার্মাকোলজি
- সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন
- সহকারী অধ্যাপক, রেডিওলজি এন্ড ইমেজিং
- সহকারী অধ্যাপক, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি
- সহকারী অধ্যাপক, সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস্
- সহকারী অধ্যাপক, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
- সহকারী অধ্যাপক, ওরাল প্যাথলজি এন্ড পেরিওডন্টোলজি
- সহকারী অধ্যাপক, অর্থোডন্টিক এন্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স
- কনসালট্যান্ট, চক্ষু
- কনসালট্যান্ট, প্যাথলজি
- কনসালট্যান্ট, আইসিইউ
- কনসালট্যান্ট, ইউরোলজি
- কনসালট্যান্ট, অর্থোপেডিক্স
- কনসালট্যান্ট, এনআইসিইউ
- কনসালট্যান্ট, নিউরো সার্জারী
- কনসালট্যান্ট, রেডিওলজি এন্ড ইমেজিং
- রেজিস্ট্রার, সার্জারী
- রেজিস্ট্রার, মেডিসিন
- রেজিস্ট্রার, কার্ডিওলজি
- রেজিস্ট্রার, অবস্ এন্ড গাইনী
- সহকারী রেজিস্ট্রার, চক্ষু
- সহকারী রেজিস্ট্রার, শিশু
- সহকারী রেজিস্ট্রার, সার্জারী
- সহকারী রেজিস্ট্রার, মেডিসিন
- সহকারী রেজিস্ট্রার, সাইকিয়াট্রি
- সহকারী রেজিস্ট্রার, অর্থোপেডিক্স
- সহকারী রেজিস্ট্রার, নাক কান গলা
- সহকারী রেজিস্ট্রার, অবস্ এন্ড গাইনী
- লেকচারার, এনাটমি
- লেকচারার, প্যাথলজি
- লেকচারার, ফিজিওলজি
- লেকচারার, ফার্মাকোলজি
- লেকচারার, বায়োকেমিস্ট্রি
- লেকচারার, মাইক্রোবায়োলজি
- লেকচারার, ফরেনসিক মেডিসিন
- লেকচারার, কমিউনিটি মেডিসিন
- মেডিকেল অফিসার, হাসপাতাল
- হিসাবরক্ষক, হাসপাতাল ও মেডিকেল কলেজ
- মার্কেটিং ম্যানেজার, হাসপাতাল
- মার্কেটিং অফিসার, হাসপাতাল
- ওটি নার্স, হাসপাতাল
- নার্স, হাসপাতাল
- টেকনোলজিস্ট, প্যাথলজি
- টেকনোলজিস্ট, রেডিওলজি এন্ড ইমেজিং
- টেকনোলজিস্ট, ল্যাবরেটরি মেডিসিন এন্ড ডেন্টাল
- অফথালমিক টেকনিশিয়ান, হাসপাতাল
- অফথালমিক প্যারামেডিক, হাসপাতাল
- গাড়ি চালক (হালকা), হাসপাতাল
- সহকারী ফার্মাসিস্ট, হাসপাতাল
- বিলিং অফিসার, হাসপাতাল
- ফার্মাসিস্ট, হাসপাতাল
- ওয়ার্ড বয়, হাসপাতাল
- আয়া, হাসপাতাল
কাজের ধরনঃ
ফুল টাইম ।
বেতনঃ
উল্লেখ করা হয়নি ।
শিক্ষাগত যোগ্যতাঃ
- অধ্যাপক / সহযোগী অধ্যাপক / সহকারী অধ্যাপক – বি এম ডি সি নীতিমালা অনুযায়ী ।
- নার্সিং প্রিন্সিপাল / ভাইস প্রিন্সিপাল – সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স সহ ০৫ বছরের অভিজ্ঞতা ।
- রেজিস্টার, সহাকারী রেজিস্টার – বি এম ডি সি নীতিমালা অনুযায়ী ।
- লেকচারার – বি এম ডি সি নীতিমালা অনুযায়ী ।
- নার্সিং ইনসট্রাক্টর / নার্সিং সুপারভাইজার / সিনিয়র স্টাফ নার্স (Word, Cabin, ICU, CCU, NICU, OT & Post OT) – নার্সিং বি এস সি , ডিপ্লোমা (রেজিস্টার্ড হতে হবে) এবং ০৩ বছরের অবিজ্ঞতা থাকতে হবে ।
- নাইট ম্যানেজার – স্নাতকোত্তর সহ কম্পিউটার ও হাসপাতাল পরিচালনায় ০৩ বছরের অবিজ্ঞতা থাকতে হবে ।
- ক্লিনিং সুপারভাইজার – সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বছরের বাস্তব অবিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন করার প্রক্রিয়াঃ
নিচের বিজ্ঞপ্তি দেখুন ।
আবেদন করার শেষ তারিখঃ ২০/০৪/২০২৪ ইং।.
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)