প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Defence Job Circular
Ministry of Defence Job Circular, Ministry of Defence Job Circular 2025
চাকরির বর্ণনাঃ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করার প্রক্রিয়াঃ
সকল পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।
আবেদনের শেষ তারিখ: ২০/০৫/২০২৫ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
The Ministry of Defence (MoD) of Bangladesh is the principal administrative organization responsible for formulating and executing military policies. Established on April 14, 1971, the MoD oversees the Bangladesh Armed Forces, which include the Army, Navy, and Air Force.
Organizational Structure:
-
Minister of Defence: The position is typically held by the Prime Minister of Bangladesh, who exercises supreme command authority over the armed forces.
-
Defence Secretary: Responsible for administrative functions and coordination within the ministry.
Key Agencies and Departments:
-
Bangladesh Army: The land warfare branch tasked with defending the nation’s territorial integrity.
-
Bangladesh Navy: Responsible for safeguarding Bangladesh’s maritime interests.
-
Bangladesh Air Force: Handles aerial defense and related operations.
-
Armed Forces Division (AFD): Functions as the principal national command authority for defense, operating under the direct supervision of the Prime Minister’s Office.
-
Directorate General of Defence Purchase: Manages procurement processes for defense equipment and supplies.
-
Directorate General of Forces Intelligence: Conducts intelligence operations pertinent to national security.
Additional Departments:
-
Bangladesh National Cadet Corps (BNCC): A youth organization that fosters military training and discipline among students.
-
Bangladesh Meteorological Department (BMD): Provides weather forecasts and warnings.
-
Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO): Engages in space research and remote sensing activities.
-
Survey of Bangladesh (SOB): Conducts national surveying and mapping.
-
Department of Military Lands & Cantonments (DML&C): Manages military lands and cantonment areas.
-
Ministry of Defence Constabulary (MODC): Provides security to military installations
বাংলাদেশের জন্য একটি আধুনিক ও সুন্দর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যয়কে সামনে রেখে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়। সচিবালয় হতে ১৯৭২ সালে এ মন্ত্রণালয়টি হাইকোর্ট ভবনে এবং ১৯৯৩ সালে শের-ই-বাংলা নগরের গণভবন কমপ্লেক্সে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। প্রাথমিক পর্যায়ে ১৪টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় গঠিত হয়।পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তন ও পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ গঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ/মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট দু’টি শাখা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নবগঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয়।
বর্তমানে ২৫টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বর্তমানে ৫টি অনুবিভাগ, ১৫ টি অধিশাখা (প্রকৌশল উপদেষ্টা ও আইসিটি সেলসহ) এবং ৩০টি শাখা (পরিকল্পনা কোষ, হিসাব কোষ ও ইঞ্জিনিয়ার সেলসহ) রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সময়োপযোগী কর্ম-উদ্যোগ এবং বাস্তবানুগ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।
বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence) দেশের সশস্ত্র বাহিনী—বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনীর—সর্বোচ্চ কমান্ডিং কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। মন্ত্রণালয়টি ১৯৭১ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ঢাকা শহরের গণভবন কমপ্লেক্সে অবস্থিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হলেন প্রতিরক্ষা মন্ত্রী, যিনি সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এছাড়া, প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশাসনিক দিক পরিচালনা করেন।
মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে, যেমন:
- বাংলাদেশ সেনাবাহিনী
- বাংলাদেশ নৌবাহিনী
- বাংলাদেশ বিমানবাহিনী
- বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (BNCC)
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (SPARRSO)
- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD)
- বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (BASB)
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://mod.gov.bd) বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া যায়, যেমন:
- মন্ত্রণালয়ের কার্যাবলি
- সংস্থাসমূহের বীর মুক্তিযোদ্ধাগণের তালিকা
- ই-সেবা ও ইভেন্ট ক্যালেন্ডার