গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Housing and Public Works Job circular
Ministry of Housing and Public Works Job, Ministry of Housing and Public Works Job Circular
চাকরির বর্ণনাঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
- গাড়ীচালক
- ড্রাফসম্যান
- অফিস সহায়ক
- সহকারী মডেল মেকার
- ড্রাফসম্যান (নকশাকার)
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
আবেদন করার প্রক্রিয়াঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পরিচিতি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্র্রণালয়ের আওতাধীন সকল প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ ভবন, জেলা প্রশাসকের অফিস, জজ কোর্ট, সিভিল সার্জনের অফিস,পুলিশ লাইন, জেলখানা, সার্কিট হাইজ, থানা কমপ্রেক্স, হাসপাতাল এবং পরিত্যক্ত সম্পত্তি/বাড়ীসহ দেশের কর্মকর্তা ও কর্মচারীদের বাসভবন নির্মান ও রক্ষনাবেক্ষন করে থাকে।
মন্ত্রণালয়ের দায়িত্ববলীঃ-
- সরকারী ভবন ও অন্যান্য অবকাঠমোর স্থাপত্য ও কাঠামোগত নক্সা প্রনয়ন।
- সৃতি সৌদ,যাদুকর ও ঐতিহাসিক অবকাঠমো নির্মান/রক্ষনাবেক্ষন সংরক্ষন।
- দেশের ৪(চার) মহানগরী এলাকার পরিকল্পিত উন্নয়ন সম্প্রসারন।
- ঢাকা সহ দেশের বিভিন্ন শহর উচ্চ, মধ্যম ও স্বল্প আয়ের লোকদের জন্য ভূমি উন্নয়ন এবং অবকাঠামো নির্মান পূর্বক আবাসিক প্রট তৈরি ও বিতরন এবং যোগাযোগ ব্যবহার উন্নয়নকল্পে শহর এলাকায় সড়ক, বাইপাস ইত্যাদি নির্মান ও সম্প্রসারন করছে।
- পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরন এবং ভূমি উন্নয়ন বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান।
- শহরাঞ্চলের/নগরঞ্চলের বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষের সকল সুযোগ সুবিধা সম্বালিত আবাসিক/বানিজ্যিক/শিল্প প্লট সৃষ্টি বরাদ্দকরন।
- নিম্নবিত্ত লোকদের পূর্নবাসনের জন্য প্লট সৃষ্টি এবং বাসগৃহের ব্যবহারকরন।
- সরকারের আওতাধীন পরিত্যক্ত বাড়ীঘড়, ব্যবসা বানিজ্য প্রতিষ্ঠান ইত্যাদি ব্যবস্থপনা, রক্ষানাবেক্ষন, হস্তান্তর ও বিক্রয়করনণ।
- ঢাকা ও চট্টগ্রাম শহর কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে সরকারী বাসা বরা্দ্দকরন িএবং ভাঢ়া আদায়ের কাজ সম্পাদন।
- সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং সকল শ্রেনীর লোকদের কাছে সহজশর্তে বিক্রির জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ।
- স্বল্প খরচ টেকসই গৃহ নির্মাণের কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিপণন।
- শহরঞ্চল গৃহহীন/দরিদ্র/বাস্তহারা লোকদের পূনর্বাসনের ব্যবহাকরণ।
- দেশের প্রতিটি জেরার েথানার মাষ্টার প্লান প্রণয়ন ইত্যাতি কার্যক্রম অংশগ্রহন।
উপরোক্ত দায়িত্ব পালনের জন্য এবং দায়িত্ব পালনে নিয়োজিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোকে-(ক) প্রশাসন (খ) উন্নযন (গ) মনিটরিং সেল নামে তিনটি ফাংশনাল উইং এ বিভক্ত করা হয়েছে। প্রত্যেক উইং এর প্রধান হবের একজন যুগ্ম-সচিব। তিন জন যুগ্ম সচিবের অধীনে রয়েছে চারজন উপ-সচিব, বার সহকারী সচি/সিনিয়র সহকার সচিব।
এছাড়া উপরোক্ত তিনটি ফাংশনাল উইংকে সহায়তা করার জন্য রয়েছে-(ক) প্ল্যানিং সেল (খ) ল সেল (গ) একাউন্স সেল। প্ল্যানিং সেল একজন উপ-প্রধানসহ তিন জন সহকারী প্রধান/সিনিয়র সহকারী প্রধান, ল সেল একজন জেলা জজ পর্যায়ে আইন উপদেষ্টাসহ একজন কর্মকর্তা এবং একাউন্স সেল একজনএকাউন্স অফিসার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেনন।
এ ছাড়া সরকারী সম্পত্তি/পরিত্যক্ত সম্পত্তি রক্ষার্থে মন্ত্রনালয়কে সহায়তা করার জন্য রয়েছে।
- পরিত্যত্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড।
- প্রথম কোর্ট অব সেটেলমেন্ট এবং
- দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট
উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য মন্ত্রনালয়কে আরো সহায়তা করার জন্য রয়েছে বিভিন্ন অধিদপ্তর/সংস্থা সমুহ।
Allocation of Business:
- Construction and maintenance of public works and building (except the works and buildings of the Telegraph and Tellphone Department and post office Department)
- Disposal acquisition, relinquishing, leasing and licencing of all Government lands and buildings.
- Public parks and arboriculture in areas under development authorities only.
- Procurement of materials and implements required for construction works by this Ministry.\
- Fixation and recovery of rent of Government-owned and requisitioned buildings.
- Erection of monuments in honour of freedom fighters.
- Formulation of housing policy and programmes.
- Town planning projects.
- Housing and settlement.
- Improvement trusts and town development authorities: Dhaka Improvement Trust, Chittagong, Authority, Khulna Development Authority and Rajshahi Town Development Authority.
- Administration of the Building Construction Act in the areas under the DIT, CDA and KDA.
- Slum clearance.
- Office accommodations.
- Matters relating to the United Nation Body Habitat.
- Larson with international organisation and matters relating to treaties and agreements with other countries and world bodies relating to subjects allotted to this Ministry.
- All laws on subjects allotted to this Ministry.
- Inquiries and statistics on any of the subjects allotted to this Ministry.
- Fees in respect of any of the subjects allotted to this Ministry except fees taken in courts