আজ, বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Housing and Public Works Job circular

নভেম্বর ১১, ২০২৪, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Ministry of Housing and Public Works Job, Ministry of Housing and Public Works Job Circular

চাকরির বর্ণনাঃ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

  • গাড়ীচালক
  • ড্রাফসম্যান
  • অফিস সহায়ক
  • সহকারী মডেল মেকার
  • ড্রাফসম্যান (নকশাকার)
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ২৩/১২/২০২৪ ইং 

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Ministry of Housing and Public Works Job circular

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পরিচিতি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্র্রণালয়ের আওতাধীন সকল প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ ভবন, জেলা প্রশাসকের অফিস, জজ কোর্ট, সিভিল সার্জনের অফিস,পুলিশ লাইন, জেলখানা, সার্কিট হাইজ, থানা কমপ্রেক্স, হাসপাতাল এবং পরিত্যক্ত সম্পত্তি/বাড়ীসহ দেশের কর্মকর্তা ও কর্মচারীদের বাসভবন নির্মান ও রক্ষনাবেক্ষন করে থাকে।

মন্ত্রণালয়ের দায়িত্ববলীঃ-

  1.  সরকারী ভবন ও অন্যান্য অবকাঠমোর স্থাপত্য ও কাঠামোগত নক্সা প্রনয়ন।
  2. সৃতি সৌদ,যাদুকর ও ঐতিহাসিক অবকাঠমো নির্মান/রক্ষনাবেক্ষন সংরক্ষন।
  3. দেশের ৪(চার) মহানগরী এলাকার পরিকল্পিত উন্নয়ন সম্প্রসারন।
  4. ঢাকা সহ দেশের বিভিন্ন শহর উচ্চ, মধ্যম ও স্বল্প আয়ের লোকদের জন্য ভূমি উন্নয়ন এবং অবকাঠামো নির্মান পূর্বক আবাসিক প্রট তৈরি ও বিতরন এবং যোগাযোগ ব্যবহার উন্নয়নকল্পে শহর এলাকায় সড়ক, বাইপাস ইত্যাদি নির্মান ও সম্প্রসারন করছে।
  5. পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরন এবং ভূমি উন্নয়ন বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান।
  6. শহরাঞ্চলের/নগরঞ্চলের বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষের সকল সুযোগ সুবিধা সম্বালিত আবাসিক/বানিজ্যিক/শিল্প প্লট সৃষ্টি বরাদ্দকরন।
  7. নিম্নবিত্ত লোকদের পূর্নবাসনের জন্য প্লট সৃষ্টি এবং বাসগৃহের ব্যবহারকরন।
  8. সরকারের আওতাধীন পরিত্যক্ত বাড়ীঘড়, ব্যবসা বানিজ্য প্রতিষ্ঠান ইত্যাদি ব্যবস্থপনা, রক্ষানাবেক্ষন, হস্তান্তর ও বিক্রয়করনণ।
  9. ঢাকা ও চট্টগ্রাম শহর কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে সরকারী বাসা বরা্দ্দকরন িএবং ভাঢ়া আদায়ের কাজ সম্পাদন।
  10. সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং সকল শ্রেনীর লোকদের কাছে সহজশর্তে বিক্রির জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ।
  11. স্বল্প খরচ টেকসই গৃহ নির্মাণের কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিপণন।
  12. শহরঞ্চল গৃহহীন/দরিদ্র/বাস্তহারা লোকদের পূনর্বাসনের ব্যবহাকরণ।
  13. দেশের প্রতিটি জেরার  েথানার মাষ্টার প্লান প্রণয়ন ইত্যাতি কার্যক্রম অংশগ্রহন।

 

উপরোক্ত দায়িত্ব পালনের জন্য এবং দায়িত্ব পালনে নিয়োজিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোকে-(ক) প্রশাসন (খ) উন্নযন (গ) মনিটরিং সেল নামে তিনটি ফাংশনাল উইং এ বিভক্ত করা হয়েছে। প্রত্যেক উইং এর প্রধান হবের একজন যুগ্ম-সচিব। তিন জন যুগ্ম সচিবের অধীনে রয়েছে চারজন উপ-সচিব, বার সহকারী সচি/সিনিয়র সহকার সচিব।

 

এছাড়া উপরোক্ত তিনটি ফাংশনাল উইংকে সহায়তা করার জন্য রয়েছে-(ক) প্ল্যানিং সেল (খ) ল সেল (গ) একাউন্স সেল। প্ল্যানিং সেল একজন উপ-প্রধানসহ তিন জন সহকারী প্রধান/সিনিয়র সহকারী প্রধান, ল সেল একজন জেলা জজ পর্যায়ে আইন উপদেষ্টাসহ একজন কর্মকর্তা এবং একাউন্স সেল একজনএকাউন্স অফিসার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেনন।

 

এ ছাড়া সরকারী সম্পত্তি/পরিত্যক্ত সম্পত্তি রক্ষার্থে মন্ত্রনালয়কে সহায়তা করার জন্য রয়েছে।

  1. পরিত্যত্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড।
  2. প্রথম কোর্ট অব সেটেলমেন্ট এবং
  3. দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট

উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য মন্ত্রনালয়কে আরো সহায়তা করার জন্য রয়েছে বিভিন্ন অধিদপ্তর/সংস্থা সমুহ।

 

 

Allocation of Business:

  1. Construction and maintenance of public works and building (except the works and buildings of the Telegraph and Tellphone Department and post office Department)
  2. Disposal acquisition, relinquishing, leasing and licencing of all Government lands and buildings.
  3. Public parks and arboriculture in areas under development authorities only.
  4. Procurement of materials and implements required for construction works by this Ministry.\
  5. Fixation and recovery of rent of Government-owned and requisitioned buildings.
  6.  Erection of monuments in honour of freedom fighters.
  7. Formulation of housing policy and programmes.
  8.  Town planning projects.
  9. Housing and settlement.
  10.  Improvement trusts and town development authorities: Dhaka Improvement Trust, Chittagong, Authority, Khulna Development Authority and Rajshahi Town Development Authority.
  11.  Administration of the Building Construction Act in the areas under the DIT, CDA and KDA.
  12. Slum clearance.
  13. Office accommodations.
  14.  Matters relating to the United Nation Body Habitat.
  15. Larson with international organisation and matters relating to treaties and agreements with other countries and world bodies relating to subjects allotted to this Ministry.
  16.  All laws on subjects allotted to this Ministry.
  17.  Inquiries and statistics on any of the subjects allotted to this Ministry.
  18. Fees in respect of any of the subjects allotted to this Ministry except fees taken in courts

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen