আজ, বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

    sarkariniyog.com

ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ । National Ideal School and College Job circular

এপ্রিল ৮, ২০২৫, ১:১০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


National Ideal School and College Job circular, National Ideal School and College Job

ন্যাশনাল আইডিয়াল কলেজে নিম্নলিখিত বিষয়ে প্রভাষক নিয়োগের নিমিত্তে সরকারি বিধি মোতাবেক স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদ: প্রভাষক (রসায়ন)

শিক্ষাগত যোগ্যতা

ক) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী এবং সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি অথবা GPA-4/ CGPA-3 এর নিচে গ্রহণযোগ্য নয়।

খ) সংশ্লিষ্ট পদ/বিষয়ে বেসরকারি কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী ও ধর্মানুরাগী হতে হবে। Appeared প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর জন্মতারিখ ০১/০৪/২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবেঃ ক) জীবন বৃত্তান্ত (বর্তমান ঠিকানা ও ফোন নম্বরসহ)। খ) সকল পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি। গ) নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি। ঘ) সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। ঙ) যে কোন তফসিল ব্যাংক হতে “অধ্যক্ষ, ন্যাশনাল আইডিয়াল কলেজ”-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার।

আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখঃ ১৭/০৪/২০২৫, বৃহস্পতিবার। ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে বা যেকোন মাধ্যমে পাঠানো দরখাস্ত নির্দিষ্ট তারিখের পর গ্রহণ করা হবে না। যোগাযোগের জন্য ফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৯/০৪/২০২৫ তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

মাসিক বেতন ও অন্যান্য ভাতা: মূল বেতন, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতাসহ প্রাথমিক পর্যায়ে মোট বেতন ২১,৭৫০/- টাকা। বছরে ২টি ঈদ বোনাস (বেতনের সমপরিমাণ, চাকুরীর মেয়াদ ১ বছর পূর্ণ হবার পর)। প্রতিবছর নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট ও কলেজ প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান।

* নিয়োগযোগ্য পদটি/পদসমূহ এমপিওভুক্তির যোগ্য নহে, তবে সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীকে ১০০% বেতন-ভাতা প্রতিষ্ঠান হতে প্রদান করা হবে।

* লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ১৭/০৪/২০২৫ ইং

বিজ্ঞপ্তি:

National Ideal School and College Job circular

 

 

National Ideal School and College is a well-known educational institution in Bangladesh. It is situated in the capital, Dhaka, and is recognized for offering quality education at both the school and college levels. The institution is known for its academic excellence, highly dedicated teachers, and a strong emphasis on co-curricular activities, which include sports, cultural programs, and social service.

The school and college follow the national curriculum, preparing students for the Secondary School Certificate (SSC) and Higher Secondary Certificate (HSC) examinations. It has a reputation for producing high-performing students, many of whom go on to attend prestigious universities in Bangladesh and abroad.

Address: 

National Ideal School
Address: Khilgaon, Dhaka
Mobile: 02-55120299
Email: info@nationalidealschool.edu.bd
Website: www.nationalidealschool.edu.bd

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen