আজ, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Pro-Active Medical College And Hospital Ltd Job Circular

সেপ্টেম্বর ৪, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Pro-Active Medical College & Hospital Jobs News, Pro-Active Medical College & Hospital Jobs

চাকরির বর্ণনাঃ

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এ  সিনিয়র স্টাফ নার্স (ওটি) পদে জনবল নিয়োগ করা হবে ।

২৫০ বেডের চলমান ও অগ্রসরমান হাসপাতালে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অত্যন্ত আকর্ষনীয় সুযোগ-সুবিধায় জরুরী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

জব কনটেক্সট

  • প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড
  • সাইনবোর্ড মোড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
  • Email: proactivemch@gmail.com, Web: www.pmchl.com
  • (ঢাকা মেডিকেল থেকে বাসযোগে মাত্র ১৫ মিনিটের দূরত্বে)

কাজের ধরনঃ ফুল টাইম ।

শিক্ষাগত যোগ্যতা: Diploma/BSc in Nursing ডিগ্রী। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ: বয়স ২২ থেকে ৪০ বছর

বেতনঃ উল্লেখ করা হয়নি ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীকে আগামী ০৪.০৯.২০২৩ ইং তারিখের মধ্যে উপরোক্ত ঠিকানায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর সদ্য তোলা ২ কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ডাকযোগে/ই-মেইলে অথবা সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা হলো। প্রার্থীকে খামের/ আবেদনের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

স্বাক্ষরিত/–
ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) একেএম নাসির উদ্দিন (অব.)
এমফিল, এমপিএইচ, এমবিবিএস,
প্রধান নির্বাহী কর্মকর্তা (ঈঊঙ)
প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ

আবেদন করার শেষ তারিখঃ ০৪.০৯.২০২৩ ইং  ইংE-Mail: proactivemch@gmail.com

 

চাকরির বর্ণনাঃ

প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এ  নিন্মবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে ।

২৫০ বেডের চলমান ও অগ্রসরমান হাসপাতালে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অত্যন্ত আকর্ষনীয় সুযোগ-সুবিধায় জরুরী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

কাজের ধরনঃ ফুল টাইম ।

বেতনঃ উল্লেখ করা হয়নি ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদেরকে আগামী 25 Jun 2023  ইং তারিখের মধ্যে সদ্য তোলা ২ কপি ছবি, পূর্ণাংগ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিন্মেবর্ণিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।

ব্যবস্থাপনা পরিচালক, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ, ই-১৯৭/৭, সাহেবপাড়া, সাইনবোর্ড মোড় (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

আবেদন করার শেষ তারিখঃ 25 Jun 2023  ইংE-Mail: proactivemch@gmail.com

বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





 

Pro-Active Medical College and hospital is one of modern hospital in Bangladesh. it locked in Narayangonj, Bangladesh. it has 250 bed and there motto is to serve mankind through providing better health care service with a caring mind and patriotism. there mission To ensure all kinds of latest and most modern health care services for all classes of people and to produce highly qualified and devoted health professionals including doctors, nurses and dental surgeons for the society.

Address: 

 

 

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen