আজ, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়োগ | Rangpur Community Medical College And Hospital Job Circular

জুলাই ২৮, ২০২৪, ৮:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Rangpur Community Medical College And Hospital Job Circular, Rangpur Community Medical College And Hospital Job Circular

অত্যাধুনিক সুবিধা সম্বলিত উত্তররঙ্গের প্রথম ও বিশেষায়িত ইউনিট আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ সম্বলিত হাসপাতালের ICU, CCU, NICU, ওয়ার্ড ও কেবিন এর জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন  যারা স্বাধীনভাবে ইউনিট পরিচালনায় সক্ষম তাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখ: ২৮/০৮/২০২৪ ইং। 

Rangpur Community Medical College And Hospital Job Circular
 

উত্তরবঙ্গেঁর প্রগতিশীল খ্যাতনামা প্রতিষ্ঠান রংপুর গ্রুপ এর অংগ প্রতিষ্ঠান ৭৫০ শয্যা বিশিষ্ট রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এ জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক সিনিয়র স্টাফ নার্স নিয়োগ করা হবে।

অত্যাধুনিক সুবিধা সম্বলিত উত্তররঙ্গের প্রথম ও বিশেষায়িত ইউনিট আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ সম্বলিত হাসপাতালের ICU, CCU, NICU, ওয়ার্ড ও কেবিন এর জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন নার্স যারা স্বাধীনভাবে ইউনিট পরিচালনায় সক্ষম তাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদ সমুহঃ নার্সিং ইনস্ট্রাক্টর

চাকরির দায়িত্বসমূহ

  • বিএসসি, পোস্ট বেসিক, ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাসসমূহে শিক্ষা প্রদান করা ।

চাকরির ধরন
ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

  • বিএসসি সম্পন্ন নার্সিং বিষয়ে

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
    উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
    কম্পিউটার দক্ষতা আবশ্যক।

কর্মস্থলঃ রংপুর

বেতনঃ আলোচনা সাপেক্ষ

কোম্পানীর সুযোগ সুবিধাদি
Provident fund
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )

আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২০ ইং। 

আবেদন

এইচআরডি, রংপুর গ্রুপ, মেডিকেল ইস্ট গেট, বুড়িরহাট রোড, সদর, রংপুর। ইমেইলঃ hrdrpgroup@gmail.com যোগাযোগ: 01725822390,01701 264705, 01701264701
আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২০
রংপুর কমিউনিটি নার্সিং কলেজ এইচআর ডিপার্টমেন্ট মেডিকেল ইস্ট গেট, বুড়িরহাট রোড, রংপুর – ৫৪০০ টেলিঃ ০৫২১-৬১১১৩ এক্সট-১৭৯/২২৩
অথবা, ই-মেইল: hrdrangpurgroup@gmail.com

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen