আজ, শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

প্রান-আরএফএল গ্রুপ এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Pran-RFL Group Job circular

জানুয়ারি ১১, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Pran RFL Group Job, Pran RFL Group Job circular

চাকরির বর্ণনাঃ

প্রাণ গ্রুপ এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

  • ওয়েল্ডার
  • মেকানিক
  • ইলেকট্রিশিয়ান
  • টেকনিশিয়ান, কেক
  • টেকনিশিয়ান, পেস্ট্রি
  • টেকনিশিয়ান, সুইটস
  • টেকনিশিয়ান, বেকারি
  • এসিস্ট্যান্ট অপারেটর
  • শোরুম সেলস এক্সিকিউটিভ
  • এসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ)
  • ট্রেইনী এক্সিকিউটিভ, কাস্টমার কেয়ার (মহিলা)

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ১৩/০১/২০২৫ ইং 

Apply Instructions

আবেদনকারীকে ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহনের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো।
ঠিকানাঃ প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, চ-৭৪, হোসেন সুপার মার্কেট (৬ষ্ঠ তলা), বীর উত্তম রফিকুল ইসলাম স্বরণী, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।
সময়ঃ প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

আবেদনকারী যদি ঢাকার বাইরে অবস্থান করেন নির্ধারিত তারিখে মধ্যে ইন্টারভিউ দিতে না আসতে পারেন এবং নিজস্ব বাইসাইকেল/ মোটর বাইক না থাকে, অনুগ্রহপূর্বক আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Pran-RFL Group Job circular

 

 

 

 

 

 

 

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)

পদসংখ্যা: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিক্রির ওপর কমিশন, প্রণোদনা, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনকারীর বয়স: ২৩ থেকে ৩০ বছরের মধ্যে

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনকারী প্রার্থীর ধরন: পুরুষ

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।

RFL Group Job Circular

 

 

 

 

 

 

 

 

Bangladesh is known as the country of six seasons. It has an ideal weather for agriculture and hence, the cultivation of fruits and vegetables. The opportunity to utilise this scope for business inspired the late Amjad Khan Chowdhury to put his mastery to excellent use. He had a vision that would not only serve the society and its people, but would also create a business that would redefine the food manufacturing industry. And thus, PRAN was born in the year 1981. A successful period of 5 years led to the diversification of PRAN’s operations into agriculture in 1986 through contract farming, with the coordination of AMCL, (Agriculture Marketing Company Limited)..

PRAN further cemented its place in the industry through a food processing plant at Ghorashal in 1992. Coming through this period of endeavor, PRAN has now established itself as one of the top manufacturing companies and has set the grounds for development for any potentialities

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen