আজ, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Rural Power Company Limited Job Circular

এপ্রিল ৬, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Rural Power Company Limited Job Circular, Rural Power Company Limited Job

বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োজিত পাবলিক লিমিটেড কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) লোকবল নিয়োগ করা হবে।

পদ সমুহঃ

  • Executive Director

আবেদনের নিয়ম: অনলাইনে www.rpcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৬/০৪/২০২৫ ইং, রাত ১১টা পর্যন্ত ।

বিজ্ঞপ্তি:

Rural Power Company Limited Job Circular Rural Power Company Limited Job Circular

 

Rural Power Company Limited (RPCL) is a company based in Bangladesh, specifically focused on power generation and distribution to rural areas. RPCL plays a key role in providing electricity to regions that may not have easy access to the national grid or face energy shortages. The company is part of Bangladesh’s effort to improve its rural infrastructure and energy access.

RPCL was established with the goal of developing, operating, and managing power plants, especially those that serve the rural population. It is involved in generating electricity through a variety of sources, including gas, coal, and renewable energy solutions. This effort helps support economic development, improve the quality of life, and contribute to the country’s overall energy goals.

RPCL operates several power plants, and its efforts align with Bangladesh’s broader energy strategy to meet growing demand and improve energy access nationwide. In addition to generating power, RPCL focuses on ensuring stable and efficient energy delivery to rural areas.

 

 

 

দেশের বিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) ৩১ ডিসেম্বর, ১৯৯৪ খ্রিঃ তারিখে যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধক এর দপ্তর হতে একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) এবং ০৫ (পাঁচ) টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) আরপিসিএল এর উদ্যোক্তা। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ০৮ (আট) টি পবিস অংশীদারিত্ব লাভ করায়, বর্তমানে মোট ১৩ (তের) টি পবিস এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) আরপিসিএল এর শেয়ারহোল্ডার। কোম্পানী বর্তমানে উহার মালিকানাধীন ০৪ (চার) টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৩৯২ মেঃওঃ এবং যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লিমিটেড এর কড্ডাস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে ১৫০ মেঃওঃ বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করে আসছে। বছরের পর বছর ধরে আরপিসিএল নতুন প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ কেন্দ্র পরিচালণ ও রক্ষণাবেক্ষনে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে।

কোম্পানীর ভিশন:

নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের পল্লী অঞ্চলের (জনগোষ্ঠীর) আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করণসহ অত্র অঞ্চলে একটি  অনুকরণীয় আর্দশ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করা ।

কোম্পানীর মিশন:

  • প্র্রকল্প বাস্তবায়ন, গুণগতমান, নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং পরিচালন দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন।
  • উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে    আত্নপ্রকাশ  করা।
  • এমন একটি কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করা, যা এর স্টেকহোল্ডারদের মর্যাদা বৃদ্ধি করে।
  • নিরলসভাবে নতুন সুযোগের অন্বেষন করা, বিদ্যুৎ উৎপাদন খাতে এককভাবে নয় বরং সম্মিলিতভাবে কাজ করা।
  • ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক উৎকর্ষতা অর্জন এবং অধিকতর মুনাফা প্রদান।
  • জাতি গঠনে অংশীদার হওয়া এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।
  • স্টেকহোল্ডারদের প্রত্যাশার অধিক বিশ্বাস ও আস্থা অর্জন।
  • সকল কর্মকান্ড এবং লেনদেন-এ আস্থা, সততা এবং স্বচ্ছতা’র (পরিচালন) নীতি সমূহ সমুন্নত রাখা।

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen