আজ, মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

শাহীন স্কুল এন্ড কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Shaheen School And College Job Circular

মার্চ ১১, ২০২৪, ৯:১২ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Shaheen School And College Job Circular, Shaheen School And College Job Circular

চাকরির বর্ণনাঃ

গাজিপুরশাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল এ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন)

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদন ফরম পাঠনোর শেষ সময়: ২১ মার্চ, ২০২৪ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

লিখিত পরীক্ষার সময়: ২৩ মার্চ, ২০২৪; সকাল ১০.০০ ঘটিকা।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





 

পদের নাম: শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন)
পদ সংখ্যা: ইংরেজি বিষয়ে ৪০ জন, গণিত বিষয়ে ৪০ জন, বাংলা বিষয়ে ৪০ জন।

বিস্তারিত:

প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগের পর স্থায়ীভাবে একটি শাখার পরিচালক হওয়ার সুবর্ণ সুযোগ। কমপক্ষে ৬ মাস থেকে ১২ মাস পর শাখা পরিচালক পদে আবেদনের সুযোগের মধ্য দিয়ে ইনভেস্ট ব্যতীত শাহীন শিক্ষা পরিবারের অংশীদার হিসেবে একটি জেলা বা উপজেলা বা একটি বাণিজ্যিক এলাকার শাখা পরিচালক হওয়ার এমন আকর্ষণীয় অফার শাহীন শিক্ষা পরিবারে এটাই প্রথম।

শাখা পরিচালক হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে যেসব যোগ্যতা ন্যূনতম থাকতে হবে তা নিম্নরূপ:

  • ইংরেজি বা গণিত বা বাংলা বিষয়ে পারদর্শী হতে হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে এবং গণিতের ক্ষেত্রে গণিতে অনুরূপভাবে বাংলায় আবেদনের ক্ষেত্রে অবশ্যই বাংলা ব্যাকরণে ন্যূনতম পারদর্শী হতে হবে।
  • প্রশিক্ষণকালীন সময়ে সর্বোচ্চ পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে নিজেকে তৈরি করার মানসিকতা ও প্রচেষ্টায় লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করতে হবে।
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিএ পাশ বা সমমান পাশ। (শাহীন শিক্ষা পরিবারের যে কোন শাখার শিক্ষকগণ আবেদন করার সুযোগ পাবেন)
  • স্ব-স্ব বিষয়ে পাঠদানে পারদর্শী, পরিশ্রমী, অধূমপায়ী ও পান খায় না এমন ব্যক্তি আবেদন করতে পারবেন। (ধূমপানকারী ও পান খাওয়া ব্যক্তি সম্পূর্ণ অযোগ্য)

প্রয়োজনীয় বিষয়সমূহ

  • প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল: ৩ মাস।
  • শাহীন শিক্ষা পরিবার এর বাংলাদেশের যে কোন জেলায় সম্পূর্ণ বদলী ভিত্তিতে প্রশিক্ষণকালীন সময়ে শিক্ষকতা করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করবেন। তবে নিজ জেলা ব্যতীত নিকটবর্তী জেলায় নিয়োগ হতে পারে।
  • প্রথম পর্যায়ে ১ মাস অনলাইনেই ট্রেনিং কার্যক্রম করানো হবে। প্রার্থীগণ নিজ বাসা থেকেই এই ১ মাস ট্রেনিং করতে পারবেন।
  • দ্বিতীয় পর্যায়ে ১ মাস টাঙ্গাইলে প্রধান শাখায় বিষয়ভিত্তিক সরাসরি ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত সময় থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে। সেই সাথে ১৫,০০০/- টাকা সম্মানি হিসাবে প্রদান করা হবে।
  • তৃতীয় পর্যায়ে ১ মাস অনলাইনে আনুষঙ্গিক বিষয়ে ট্রেনিং কার্যক্রম করানো হবে এবং প্রধান কার্যালয়ের ট্রেনিং কার্যক্রমগুলোর উপরে নিজেকে শিক্ষার্থীর মতো লেখাপড়া করে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে হবে। উক্ত সময় প্রার্থী নিজ বাসায় অবস্থান করবেন। এ সময় ৭,৫০০/- টাকা সম্মানি প্রদান করা হবে।
  • চূড়ান্ত প্রশিক্ষণ: প্রাথমিক প্রশিক্ষণে ৬০% এর অধিক নম্বরধারীগণ চূড়ান্ত প্রশিক্ষণের জন্য শাহীন শিক্ষা পরিবারের যে কোন জেলায় অথবা শূন্যপদ সাপেক্ষে নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় ছয় থেকে বারো মাস ব্যাপি শিক্ষক হিসেবে নিম্নোক্ত বেতন কাঠামোতে নিয়োগ প্রাপ্ত হবেন। প্রশিক্ষণ ও দক্ষতা সাপেক্ষে পর্যায়ক্রমে শাখা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
  • অ্যাপটিটিউট টেস্টের নম্বরের ভিত্তিতে মাসিক বেতন ১৫,০০০/- (৬০% মার্ক), ১৮,০০০/-(৭০% মার্ক), ১৮৫০০/- (৭৫% মার্ক), ১৯,০০০/- (৮০% মার্ক), ১৯,৫০০/- (৮৫% মার্ক) এবং ২০,০০০/- (৯০%+ মার্ক) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ৬০% এর নিচে নম্বরপ্রাপ্ত প্রার্থীগণ প্রশিক্ষণ গ্রহণ করার কারণে শাহীন শিক্ষা পরিবারের কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী শাখায় শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
  • প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ১৮,০০০/- থেকে ২০,০০০/- টাকা প্রদান করা হবে।

বি.দ্র: ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে প্রার্থীর বিপরীতে প্রশিক্ষণকালীন সময়ে ব্যয় হওয়া অর্থ ফেরৎ প্রদান করতে হবে।

আবেদনের নিয়মাবলী

শাহীন শিক্ষা পরিবারের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার/স্ব-হস্তে পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আবেদন পত্র ও নিজের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ব্যতীত অন্য কোন কাগজপত্র পাঠাতে হবে না।

(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়)

শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন) আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন:
https://drive.google.com/file/d/1ZwjUlt6h6FYkhNGKVDLvT9a1Z9oG43pL/view

আবেদন ফরম পাঠানোর ঠিকানা:

চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।

আবেদন ফরম পাঠনোর শেষ সময়: ২১ মার্চ, ২০২৪ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

লিখিত পরীক্ষার সময়: ২৩ মার্চ, ২০২৪; সকাল ১০.০০ ঘটিকা।

প্রবেশপত্র বিতরণ: WhatsApp এ মেসেজের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হবে। প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে।

পরীক্ষার ভেণ্যু: SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।

বি.দ্র: ডাকযোগ/ কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না পেলে ০১৬২২-২২২১১১ অথবা ০১৬০২-৯৪২৭০২ এই নম্বরে যোগাযোগের জন্য বলা যাচ্ছে

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen