Square Toiletries Limited Job Circular | স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি
Square Toiletries Limited Job Circular, Square Toiletries Limited Job Circular 2025
স্কয়ার গ্রুপ এর অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এ বিভিন্ন পদে লোক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
- Officer (Sales Operation)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ পাস হতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের এক থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা : জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রুপায়ন সেন্টার (১১তলা), ৭২ মহাখালী সিএ, ঢাকা-১২১২। অথবা প্রার্থীরা জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারেন (hrd-stl@squregroup.com) এই ঠিকানায়। এ ছাড়া জাগোজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।
আবেদনের শেষ সময়: ১৯/০৩/২০২৫ ইং
Square Toiletries Ltd. is a well-known company in Bangladesh, specializing in manufacturing and marketing a wide range of personal care and hygiene products. It is part of Square Group, which is a conglomerate with diverse business interests, including pharmaceuticals, consumer goods, and other sectors.
Square Toiletries produces products such as soaps, shampoos, toothpaste, skincare items, and other personal care products. Their most famous brands include Shakti soap, Maxona shampoo, and Puree tissue paper, among others. Square Toiletries is known for maintaining high standards in product quality and has a significant presence in the Bangladesh market.
The company has also expanded its product portfolio over the years to meet the growing demands of the local market while also considering international standards for quality and safety.