আজ, বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Titas Gas Transmission And Distribution Company Ltd Job Circular

ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Titas Gas Transmission And Distribution Company Ltd Job Circular, Titas Gas Transmission And Distribution Company Ltd Job Circular

চাকরির বর্ণনাঃ

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এ কর্মকর্তা পর্যায়ে নিন্মবর্ণিত স্থায়ী পদসমূহে সরারসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদ সমুহঃ

প্যানেল আইনজীবী

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের সময়সীমা: ১৫/০১/২০২৫ ইং তারিখ পর্যন্ত

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

PDF Download CLICK HERE





Titas Gas
 

The Titas Gas Transmission and Distribution Company is the largest natural gas distributor in Bangladesh, with an 80% market share. As of 2005, they employed 2,678 staff and served 987,507 domestic customers, 7,947 commercial customers, and 3,046 industrial customers.

কোম্পানির নাম : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)
কার্যক্রম শুরুর তারিখ : নভেম্বর ২০, ১৯৬৪
নিবন্ধিত অফিস : তিতাস গ্যাস ভবন, ১০৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫ কাওরান বাজার বাণিজ্যিক এলাকা.
কর্পোরেশন : বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ কর্পোরেশন(পেট্রোবাংলা)
প্রশাসনিক মন্ত্রণালয় : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
তিতাস অধিভূক্ত এলাকা : বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ
প্রথম পাইপলাইন নির্মিত : ডেমরা ১৪ ব্রাহ্মণবাড়িয়া “ডিএন এক্স১০০ পিএসআইজি এক্স ৫৮ মাইলস
প্রথম গ্যাস সরবরাহ : এপ্রিল ২৮, ১৯৬৮ সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্র থেকে
অনুমোদিত মূলধন : ২,০০০.০০ কোটি টাকা।
পরিশোধিত মূলধন(৩০ জুন ২০১৯ অনুসারে) : ৯৮৯.২২ কোটি টাকা।
গ্যাস বিক্রয় (অর্থবছরে ২০১৮-১৯) : ১৬,৫৬৭.৬১ এমএমসিএম
বিক্রয় রাজস্ব (অর্থবছরে ২০১৮-১৯) : ১৩,৪২৪.৩৩ কোটি টাকা
জাতীয় রাজস্ব আদায় : ৫৯২.৫৫ কোটি টাকা
ক্রেতাদের সংখ্যা (৩০ জুন ২০১৯ অনুসারে): মোট ২৮,৬৫,৯০৭
পাওয়ার (সরকার.) ১৭ টি
পাওয়ার (ব্যক্তিগত) ২৮ টি
সার ০৩ টি
শিল্প ৫,২৭৯ টি
সিএনজি ৩৯৪ টি
ক্যাপটিভ পাওয়ার ১৬৮০ টি
বাণিজ্যিক ১২,০৭৫ টি
আবাসিক ২৮,৪৬,৪১৯ টি
নির্মিত পাইপলাইন (৩০ জুন ২০১৯ অনুসারে): ১৩,১৩৮.৬৭ কিমি
সেলস মার্কেট শেয়ার: ৫৬.১৭%
গ্যাস সরবরাহ (ক্ষেত্র) উৎস : তিতাস,হবিগঞ্জ,নরসিংদী,কৈলাসটিলা,বিবিয়ানা,মৌলভীবাজার,শ্রীকাইল এবং বাংগুরা গ্যাস ক্ষেত্র।
জনশক্তি (৩০ জুন ২০১৯ অনুসারে): ২,২৩৩
কর্মকর্তা : ৯৬৫
কর্মচারী: ১,২৬৮
প্রধান নির্বাহী : জনাব আলী মোঃ আল-মামুন
ডিএসই সঙ্গে তালিকাভুক্ত : জুন ৯, ২০০৮
সিএসই সঙ্গে তালিকাভুক্ত : জুন ১৯, ২০০৮

১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার সাথে সাথে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে এক নতুন দিগন্তের সূচনা হয়। ১৯৬৪ সালের ২০ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড জন্মলাভ করে আজ ৫০ বছর পূর্ণ করেছে। তৎকালীন সরকারি প্রতিষ্ঠান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক ১৪″ব্যাস সম্পন্ন ৫৮ মাইল দীর্ঘ তিতাস-ডেমরা সঞ্চালন পাইপলাইন নির্মাণের পর ১৯৬৮ সালের ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের মাধ্যমে কোম্পানী বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। একটি প্রগতিশীল জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাস তার সেবার মাধ্যমে জনগণের আস্থাভাজন হবার গৌরব অর্জন করেছে।

The discovery of a huge gas field on the bank of the Titas River in Bhramanbaria in 1962 created a new horizon for the utilization of natural gas. Being established on November 20,1964 Titas Gas Transmission and Distribution Company Limited (TGTDCL) has completed 50 years of its operation. The company began its commercial operation with the commissioning of gas supply to Siddhirganj Thermal Power Station on April 28, 1968 after construction of 14 inch dia 58 mile long Titas-Demra gas pipeline by the then East Pakistan Industrial Development Corporation. As a progressive national organization, it has earned the glory of being a trustworthy one for the people by means of the quality of service delivery.

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen