বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি | Join Bangladesh Army
Join Bangladesh Army, Join Bangladesh Army 2025
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নিচে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে। আপানার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি ফুল রেজুলুশনে এইচ ডি(HD) ডাউনলোড করতে বিজ্ঞপ্তির নামের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
**বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন**
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালে সৈনিক পদে পুরুষ/মহিলা প্রার্থী নেওয়া হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ইং পর্যন্ত আবেদন করা যাবে।
একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (জিডি), করণিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এ ছাড়া এমওডিসি সদস্যদের সন্তানেরাও (এমএস) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করুনঃ Download
বয়স:
১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা:
সাধারণ ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০০ পেয়ে উত্তীর্ণ
করণিক ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
আর্মোরার ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।
শারীরিক মান (ন্যূনতম)
উচ্চতা: ১ দশমিক ৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
সাঁতার: সাঁতার জানা আবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহবিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
আবেদন প্রক্রিয়া: এসএমএস ও অনলাইন।।।
আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।
আবেদন ফি
প্রতি আবেদনের জন্য ফি মোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য দেওয়া হবে। সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা–সুবিধা রয়েছে।
বিস্তারিত তথ্য এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
**৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অনলাইন-এ আবেদন গ্রহণ শুরু**
৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অনলাইন-এ আবেদন গ্রহণ শুরু
আবেদনের সময়কাল: ১৬ আগস্ট ২০২৪ হতে ১৯ অক্টোবর ২০২৪
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন: বিশেষ ভাবে লক্ষ্যনীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন
ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
---|---|
সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
ক্যাডেট কলেজ (Cadet College) | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে। ক্যাডেট কলেজ-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। |
এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে। এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। |
বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে। বিএনসিসি-এর ক্যাডেটদের স্ব স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। |
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী (Serving Sainik) | বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে। |
বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২৫ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা,
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২৪ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৪ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
ওজন* | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
জাতীয় পরিচয়পত্র: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ’তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।
নির্বাচন পদ্ধতি:
১। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৭ অক্টোবর ২০২৪ হতে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
২। লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৪ (শুক্রবার) তারিখ ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২৪ মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে (https://join.army.mil.bd/) প্রকাশ করা হবে।
৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট (www.issb-bd.org) এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে।
৪। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: স্বাস্থ্য পরীক্ষায় চুড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
সেনাবাহিনীর ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নিচে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে। আপানার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি ফুল রেজুলুশনে এইচ ডি(HD) ডাউনলোড করতে বিজ্ঞপ্তির নামের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আবেদন করার শেষ তারিখ ০৪-০৮-২০২৩ ইং।
**৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) এবং ৩৬তম ডিএসএসসি (জেএজি)**
বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করুনঃ Download
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭তম ডিএসএসসি (এডিসি) ও ৮১তম ডিএসএসসি (এএমসি)- পুরুষ/মহিলা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নিচে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে। আপানার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি ফুল রেজুলুশনে এইচ ডি(HD) ডাউনলোড করতে বিজ্ঞপ্তির নামের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আবেদন করার শেষ তারিখ 25 Feb 2023
**৮১তম ডিএসএসসি (এএমসি) – পুরুষ/মহিলা**
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নিচে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে। আপানার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি ফুল রেজুলুশনে এইচ ডি(HD) ডাউনলোড করতে বিজ্ঞপ্তির নামের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
**বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৩ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ দিন**
বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করুনঃ Download
যোগ্যতা:
বয়স: ২৪ জানুয়ারি, ২০২১ তারিখে বয়স হতে হবে ১৭-২০ বছর।
শারীরিক যোগ্যতা: পুরুষদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫০ কেজি। মহিলাদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া: এসএমএস ও অনলাইন।।।
আবেদন করা যাবে এই joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে গিয়ে।
আবেদন শুরু : ১০/১২/২০২২ ইং
আবেদন করার শেষ তারিখ: ৩১/০২/২০২৩ ইং।
বিস্তারিত তথ্য এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
**৫৮তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি) এবং ৫১তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) কোর্সের আবেদন গ্রহণ শুরু**
বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করুনঃ Download
আবেদনের সময়কাল: ০৫ আগস্ট ২০২২ হতে ২৭ আগস্ট ২০২২ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।
বয়স:০১ জানুয়ারী ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
ক। ইঞ্জিনিয়ার্স কোর: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ের (সিভিল ইঞ্জিনিয়ারিং) উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
খ। সিগন্যালস্ কোর: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ের (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
গ। ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ের (নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং অথবা এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং) উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
ঘ। আর্মি এডুকেশন কোর (এইসি): এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০ সহ সংশ্লিষ্ট বিষয়ের (গণিত) উপর সিজিপিএ-৩.০০ (৪.০০ এর মধ্যে) ফলাফলে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী হতে হবে।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জানুয়ারী ২০২৩ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২৩ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
২। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
নির্বাচন পদ্ধতি:
১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল আগামী সেপ্টেম্বর ২০২২ মাসের ৪র্থ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর ২০২২ হতে ১৩ অক্টোবর ২০২২ তারিখ পযন্ত এএফএমআই অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে
বিস্তারিত তথ্য এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর ৮৮তম বিএমএ লং কোর্স পুরুষ/মহিলা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নিচে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে। আপানার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি ফুল রেজুলুশনে এইচ ডি(HD) ডাউনলোড করতে বিজ্ঞপ্তির নামের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
**বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৮তম বিএমএ লং কোর্স পুরুষ/মহিলা কোর্স যোগ দিন**
বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করুনঃ Download
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন
ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
---|---|
সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
ক্যাডেট কলেজ (Cadet College) | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik) | সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২২ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে, বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে এবং ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
আবেদন করা যাবে এই joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে গিয়ে ২০/০৮/২০২১ থেকে ০৯/১০/২০২১ ইং পর্যন্ত। Apply Online
বিস্তারিত তথ্য এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
বাংলাদেশ সেনাবাহিনীর ৫০তম ডিএসএসসি (আরভি অ্যান্ড এফসি) – ৩৫তম ডিএসএসসি (জেএজি) ৫৭তম বিএমএ স্পেশাল কোর্স – (ইঞ্জিনিয়ার্স) পুরুষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নিচে পর্যায়ক্রমে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে। আপানার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি ফুল রেজুলুশনে এইচ ডি(HD) ডাউনলোড করতে বিজ্ঞপ্তির নামের পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নসংগঠনে “জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ তম হতে ২০ তম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
আবেদনের শেষ তারিখ: ০২/০৬/২০২১ ইং।
বিস্তারিত তথ্য এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
- বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন পদে পরুষ/মহিলা ভর্তি বিজ্ঞপ্তি
- পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- বগুড়া পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- জামালপুর পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- ঢাকা রেঞ্জ ডিআইজি এর কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল এ নিয়োগ বিজ্ঞপ্তি
- পাবনা পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এর কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
Bangladesh Army emerged during the Liberation War of Bangladesh in 1971. The mission of Bangladesh Army is to defend the sovereignty and territorial integrity of Bangladesh. In addition to its primary mission, the Bangladesh Army is also assisting the civilian government during times of national emergency.
Bangladesh Army intends to build a well trained and well-equipped deterrent land force to meet the traditional and non-traditional threats and challenges of 21st century. However, the roles of Bangladesh Army are:
- To defend sovereignty and territorial integrity.
- To plan and develop the mobilization of civil resources in support of land operations.
Bangladesh Army is organized into units, each with its own leaders and reporting structure. Each unit whether it’s a section or division was created to respond to any mission, regardless of size or complexity.
The Army is made of soldiers serving as Sainik, Non-Commissioned Officers (NCOs), Warrant Officers and Commissioned Officers.