কুমুদিনী নার্সিং কলেজ এ ভর্তি বিজ্ঞপ্তি । Kumudini Nursing College admission circular
Kumudini Nursing College admission circular, Kumudini Nursing College admission
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিয়ন্ত্রনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারী নিয়ম অনুযায়ী কুমুদিনী নার্সিং কলেজে ২০২২ – ২০২৩ ইং শিক্ষাবর্ষে নিম্নলিখিত কোর্স সমূহে ভর্তির জন্য ভর্তি ইচ্ছুক শুধুমাত্র ছাত্রীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।
১। বি.এস সি, ইন নার্সিং (৪ বছর মেয়াদী)
২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
৩। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
কোর্স সমূহে ভর্তির জন্য আবেদনের যােগ্যতা ও
১। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
২। প্রার্থীকে অবিবাহিতা এবং শারীরিক ও মানসিক দিক থেকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪। পাসপাের্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ( সংযুক্ত ছবি ও কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে
লাগানাে ছবির সাথে মিল থাকতে হবে)।
৫। এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি (মূল সাময়িক), একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মার্কসীটের ফটোকপি, | প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে ।
৬। চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্বের সনদপত্র এবং Gন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৭। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফলের সার্টিফিকেটের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
ভর্তির আবেদন ফরম অফেরতযোগ্য ৫১০/- (পাঁচ শত দশ) টাকা মার্চেন্ট বিকাশ (০১৭৩০০৯০২৯৭) এর মাধ্যমে পেমেন্ট করে কলেজের ওয়েবসাইটে www.kumudininursing.edu.bd অনলাইনে আবেদন ফরম ১৫ জুন ২০২৩ বিকাল ৪.০০ টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার নম্বর, এস.এস.লি. এবং এইচ,এস,সি, পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে। অন্যান্য সকল তথ্যের জন্য কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুরে যােগাযােগ করতে বলা হচ্ছে ।
* ভর্তির দিন এস.এস.সি, এবং এইচ.এস.সি. পরীক্ষার সার্টিফিকেট (মূল/ সাময়িক) জমা দিতে হবে।
* স্কলারশীপের বিশেষ ব্যবস্থা রয়েছে।
অধ্যক্ষ কুমুদিনী নার্সিং কলেজ মির্জাপুর, টাংগাইল
Kumudini Nursing School & College works very closely with Kumudini Hospital to achieve the following objectives:
1. To produce competent Nurses who will provide quality care to the patients.
2. To contribute in the socio-economic development of the country and empowerment of women by conducting Nursing training for under privileged girls.
3. To produce Nurse with high morale and responsibility.
4. To ensure additional training in different medical field at home and abroad as and when available beside academic course in the institute.