আজ, শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এ নিয়োগ । Lalmonirhat DC Office job circular

এপ্রিল ৩০, ২০২৪, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Lalmonirhat DC Office job, Lalmonirhat DC Office job circular, Lalmonirhat DC Office jobs news

চাকরির বর্ণনাঃ

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

  • অফিস সহায়ক
  • নিরাপত্তা প্রহরী
  • পরিচ্ছন্নতা কর্মী

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া জেলার ওয়েবসাইট http://www.lalmonirhat.gov.bd/ থেকেও ডাউনলোড করা যাবে।

আবেদনের সময়সীমা: ৩১/০৫/২০২৪ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Lalmonirhat DC Office job circular

লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত। ১৯৮৪ খ্রিষ্টাব্দের ১লা ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ডঃ শাফিয়া খাতুন কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে লালমনিরহাট মহকুমা ‘জেলা’ হিসেবে আত্মপ্রকাশ করে।

পরে ১৯৮৪ খ্রিষ্টাব্দের ১৮ মার্চ লালমনিরহাট সদর থানা ‘উপজেলা’ হিসেবে ঘোষিত হয়। ফলে লালমনিরহাট জেলার অধীনে উপজেলার সংখ্যা দাড়ায় – ৫টি; পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং লালমনিরহাট সদর। এসময় লালমনিরহাট সদর থানার ছিনাই, রাজারহাট এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার সাথে যুক্ত হলে নবগঠিত লালমনিরহাট জেলায় ইউনিয়নের সংখ্যা দাড়ায় ৪১টি এবং পৌরসভার সংখ্যা ১টি। তাছাড়া লালমনিরহাট সদর উপজেলার আয়তন দাড়ায় ১০৪ বর্গমাইল।

Lalmonirhat is a district, situated at the northern border of Bangladesh. It is a part of the Rangpur Division. Lalmonirhat mahakuma was established as a district on 1 February 1984. Lalmonirhat emerged as a district from mahakuma by the inauguration of then gender and social welfare minister of Bangladesh government Dr. Shafia Khatun on 1 February 1984. After that Lalmonirhat sadar thana was established as a upazila in 18 March 1984.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen