আজ, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা এ ভর্তি বিজ্ঞপ্তি | Military Collegiate School Khulna Admission Circular

নভেম্বর ১১, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Military Collegiate School Khulna Admission Circular, Military Collegiate School Khulna Admission

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) খুলনা।

ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষাবর্ষ-২০২৪

এমসিএসকে খুলনা শহর হতে ২৪ কিঃ মিঃ অদুরে প্রায় ১১০ একর জমির উপর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক স্থাপিত ও পরিচালিত জাতীয় শিক্ষা কার্যক্রম অনুযায়ী যশোর শিক্ষা বোর্ডের অধীনে প্রথম ইংরেজি ভার্সনের সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডেট কলেজ সমূহের আদলে সামরিক কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্যাডেটদেরকে শারীরিকভাবে সুস্থ সবল, নৈতিক গুণাবলী ও নেতৃত্বের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। পড়াশুনার পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, খেলাধূলা ও সাঁতার প্রশিক্ষণ, ইংরেজিতে কথোপকথন দক্ষতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে একজন ক্যাডেটকে চৌকস ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। উল্লেখ্য, এমসিএসকের ক্যাডেটদের সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

অনলাইনে ভর্তি আবেদনের সময়সূচী

০৯ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ৮.০০ ঘটিকা থেকে ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১২.০০ ঘটিকার মধ্যে www.mcsk.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার অত্যাবশ্যকীয় কাগজপত্র

১। পাসপোর্ট সাইজের ছবি (সাইজ ৩০০৩০০ পিক্সেল এবং সবোর্চ্চ ১০০ কিলোবাইট – JPEG)।

২। পরীক্ষার্থীর স্বাক্ষর (সাইজ ৩০০ ১১০০ পিক্সেল এবং সর্বোচ্চ ৭০ কিলোবাইট ৩। জন্ম নিবন্ধন সনদপত্র (সবোর্চ্চ ৪০০ কিলোবাইট JPEG)।

JPEG) |

৪। প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনো মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপূর্বক সনদপত্র। পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে, (নাম…………… রোল নং……… অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজী) ……. মাধ্যম / ভার্সন-এ অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় কৃতকার্য হবে)’ (সবোর্চ্চ ৪০০ কিলোবাইট JPEG)।

ভর্তি পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি

অনলাইনে আবেদনকারীকে সকল মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা ফি জমাদান নিশ্চিত করে অনলাইনের আবেদন ফরম নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র ফি ২৫০০/- সঠিকভাবে জমা দেওয়ার পরেই আবেদনটি গৃহীত হবে। সঠিকভাবে আবেদন ফি জমা না হলে আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।

অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রবেশপত্র সংগ্রহ সফলভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট / ডাউনলোড করতে পারবেন । Tracking এবং প্রদত্ত Mobile Number এর মাধ্যমে Submit বাটনে ক্লিক করে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

E-booth Outlet এর মাধ্যমে আবেদন

প্রার্থী এবং অভিভাবকবৃন্দের সুবিধার্থে অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য এমসিএসকের ১ নং গেটে একটি “E- booth Outlet” থাকবে। E-booth Outlet” এ আবেদন করা, ফি জমা দেয়া এবং প্রবেশপত্র প্রিন্টের ব্যবস্থা থাকবে। “E-booth Outlet” ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮.৩০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে।

বিশেষ দ্রষ্টব্য: দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উল্লেখিত লিখিত পরীক্ষার তারিখ পুনঃনির্ধারিত হতে পারে, যা সকলকে SMS এর মাধ্যমে অবগত করা হবে।

ভর্তি সংক্রান্ত যোগাযোগ : ০১৭৬৯৫৬৪০৮০, ০১৭৬৯৫৬৪০৮১। যোগাযোগের নম্বর ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ৮.৩০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত সচল থাকবে।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Military Collegiate School Khulna Admission Circular

Military Collegiate School Khulna (MCSK) is a residential school for both boys (VII-XII) and girls (VII-XII) offering a sprawling campus spread over 105 acres of lush green lands, situated in the close proximity to city, with connectivity via road and railway communication. Jessore Airport is about an hour plus drive from MCSK. It is approximately 6.5 km North West of Jahanabad Cantonment, Khulna and about 4.5 km South West from PhultalaUpazilla. Boys and Girls Wings are fully separated and self-supporting. This is an English version school & college and follows the syllabus of Secondary and Higher Secondary Education Board, Jessore. The MCSK authority always endeavours to impart lessons to the cadets in the most effective manner. We have a very healthy teacher-cadet ratio i.e. 1:13 and each class usually consists of eighty (80) cadets divided into two (2) sections.

 

The school is committed to the exploration of cadets through an exhaustive program, interesting instructions and envious standard of achievements. The curriculum is comprehensive and based on core subjects going beyond academic book knowledge but also facilitating development of concepts, ideas and skills. MCSK provides unique sports facilities and opportunities for co-curricular activities.

This institution is administered by Bangladesh Army and supervised by the Area Commander, Jessore Area. By every passing year, MCSK is growing in terms of its academic excellence, infrastructural expansion and staff additions. Currently a Brigadier General from Bangladesh Army is posted as the Principal. The Vice Principal is a Lieutenant Colonel from Bangladesh Army too. Other faculty members are drawn from around the country and they make a good mix of experienced teaching staff. Two Captains/Lieutenants are posted as Adjutants for Boys and Girls Wing respectively. An Admin Officer of the rank of Major/Captain from Bangladesh Army is also appointed here for the smooth functioning of the institution.

The institution accepts cadets from all over the country.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen