আজ, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

জেলা প্রশাসকের কার্যালয়,নাটোর এ নিয়োগ বিজ্ঞপ্তি | Natore DC Office Job Circular

এপ্রিল ২১, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Natore DC Office Jobs, Natore DC Office Jobs News

চাকরির বর্ণনাঃ

জেলা প্রশাসকের কার্যালয়,নাটোর এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

ইউনিয়ন পরিষদ সচিব

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ২১/০৫/২০২৪ ইং 

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





Natore DC Office Job Circular

 

 

ভারতবর্ষের ইতিহাসে নাটোর একটি বিশিষ্ট স্থানের নাম । এই নাম তার শাসকশ্রেণী এবং তার অধিবাসীদের জীবনসংগ্রাম আর সংস্কৃতির কারণেই ইতিহাস বিখ্যাত । পাঠান-মোঘল-ইংরেজ এমনকি পাকিস্তানি দুঃশাসনের ইতিহাসে যুগে যুগে শোষণ বঞ্চণা আর নির্যাতনের বিরুদ্ধে আত্ম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উল্লেখযোগ্য হয়ে আছে । ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর সাম্প্রদায়িক শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন , ৬৬ এর ছয় দফার সমর্থনে আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নাটোরবাসির অবদান দেশের অপরাপর জেলাগুলোর চেয়ে কম নয় । সে কারণে নাটোর ঐতিহাসিকভাবে শুধু ভারতবর্ষের ইতিহাসেই নয়, সভ্য দুনিয়ার সকল দেশে তার স্বতন্ত্র্য পরিচিতি আছে

নাটোরের রাজারা এই বিশাল জমিদারী পরিচালনা করতো নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনায় । নবাবী আমলে তাদের নিজস্ব দেওয়ানী ও ফৌজদারী বিচারের ক্ষমতা ছিল । শান্তি শৃংখলা রক্ষার জন্য তাদের নিজস্ব পুলিশবাহিনী এবং জেলখানা ছিল । ১৮৭৩ সালে ইংরেজ সরকারের এক ঘোষণাবলে রাণী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণ এর হাত থেকে কোম্পানী পুলিশ ও জেলখানা নিজ হাতে তুলে নেয় । কোম্পানী নিজহাতে জেলখানার দায়িত্ব নিয়ে প্রতি জেলায় জেলখানা স্থাপন করে । ইংরেজদের কর্তৃক পরিচালিত প্রথম জেলখানা নাটোরে প্রতিষ্ঠিত হয় ।

(২০১১ সালের আদমশুমারী অনুযায়ী) ১৭০৬৬৭৩ জন; পুরুষ ৮৫৪১৮৩ জন, মহিলা ৮৫২৪৯০ জন, মুসলিম ১৫৯০৯১৯ জন (৯৩.২২%), হিন্দু ১০৩৭৪৭ জন (৬.০৮%), খ্রিস্টান ৮০৫৮ জন (০.৪৭%), বৌদ্ধ ৭ জন (০.০০%), অন্যান্য ৩৯৪৬ জন (০.২৩%), বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার ১.৪০%, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী ২০১৬ সালের অনুমিত জনসংখ্যা ১৮২৬১৪০ জন

০৪টি; (৫৮) নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া), (৫৯) নাটোর-২ (নাটোর সদর – নলডাঙ্গা), (৬০) নাটোর-৩ (সিংড়া), (৬১) নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen