Nowabenki Gonomukhi Foundation job circular | নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি
Nowabenki Gonomukhi Foundation job, Nowabenki Gonomukhi Foundation job Circular
Nowabenki Gonomukhi Foundation (NGF) announces job opportunities for the below positions under the intervention “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh” supported by the Green Climate Fund (GCF) and PKSF.
পদের নামঃ
- কো-অর্ডিনেটর (এমই), বয়স: সর্বোচ্চ ৪০ বছর, পদের সংখ্যাঃ ১জন
Education:
১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় নূন্যতম স্নাতকোত্তর অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অর্থনীতি/বাণিজ্য/সমাজ বিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. এমআরএ সনদ প্রাপ্ত এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এমন প্রতিষ্ঠানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মনিটরিং, সুপারভিশন, ঋণ মূল্যায়ন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৪. কম্পিউটার চালনায় এমএস ওয়ার্ড ও এসএস এক্সেল চালনায় পারদর্শী হতে হবে
৫. ইংরাজী ও বাংলায় রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে।
Experience: Minimum 5 years with at least 2 years of professional experience in Environmental management activities
Salary:
সর্বসাকুল্যে ৬১,৭৫০/-
চাকুরীতে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ চাকুরী বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শর্তাবলী
১। প্রার্থীকে অবশ্যই মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ৩মাস শিক্ষানবীশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
৩ । আবেদকারীদের উপকুলীয় অঞ্চলের মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠির সাথে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪। আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ৩ (তিন) কপি পাস পোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন হেড অব এ্যাডমিন এন্ড এইচআরডি, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ৩০.০৪.২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব হন্তে অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে এবং https://www.ngf-bd.org/job-circular-summary এই লিংকে গিয়ে ০১.০৫.২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
৫। আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৬। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
৭। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
৮। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
Application Deadline: ৩০.০৪.২০২৫
The NGF is a non-profit organization, likely based in Bangladesh or involved in social work within the country. This foundation focuses on supporting disadvantaged communities and working towards socio-economic development. Organizations like this typically engage in activities such as:
-
Community Development: Empowering underprivileged groups, particularly in rural areas, by providing access to resources like education, healthcare, and basic amenities.
-
Economic Empowerment: Helping people improve their livelihoods through initiatives like microfinance, small-scale enterprise support, and skill development.
-
Social Welfare: Focusing on issues like poverty reduction, women’s empowerment, child welfare, and environmental sustainability