আজ, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

National Heart Foundation and Research Institute Admission Circular

জুন ২০, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


National Heart Foundation and Research Institute Admission Circular, National Heart Foundation and Research Institute Admission

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক নিয়ন্ত্রিত চিকিৎসা বিজ্ঞানে দক্ষ জনশক্তি গড়ে তোলার নিমিত্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষে জানুয়ারী-২০২৩ইং সেশনে ০৪ (চার) বৎসর মেয়াদী নিম্নলিখিত ডিপ্লোমা কোর্সসমূহে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

০১। কোর্সের নাম ঃ ০৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কার্ডিয়াক পারফিউশন)।

যোগ্যতা ঃ (i) এস.এস.সি (বিজ্ঞান) জীব বিজ্ঞানসহ (২০১৮-২০২২) এবং এইচ.এস.সি (বিজ্ঞান) জীব বিজ্ঞানসহ (২০২০-২০২২) জিপিএ ৩.৫।

(ii) বয়স : অনুর্ধ্ব ২৫ বৎসর।

০২। কোর্সের নাম ঃ ০৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কার্ডিওলজি)।

যোগ্যতা ঃ (i) এস.এস.সি (বিজ্ঞান) জীব বিজ্ঞানসহ (২০১৮-২০২২) জি পি এ ২.৫, এইচ.এস.সি (বিজ্ঞান) জীব বিজ্ঞানসহ (২০২০-২০২২) জিপিএ ২.৫ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

(ii) বয়স : অনুর্দ্ধ ২৫ বৎসর।

০৩। কোর্সের নাম ঃ ০৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ( ওটিএ)।

২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্সে গত ২৭/০১/২০২৩ইং তারিখে জাতীয় ভাবে গৃহীত ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম ২৫ নম্বর পেয়েছেন সেই সমস্ত ইচ্ছুক প্রার্থীগন ভর্তির জন্য আবেদন করতে পারবেন। উক্ত প্রার্থীগন শুধু মাত্র মৌখিক পরীক্ষায় ০৮/০৭/২০২৩ইং তারিখ শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় অত্র ইনষ্টিটিউটের ১১ তলায় অডিটোরিয়ামে অংশগ্রহণ করতে পারবেন।

সাধারন নিয়মাবলী :

ক। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বরাবর ৫০০/- (পাঁচ শত) টাকার পে-অর্ডারসহ দরখাস্ত আগামী ০৬/০৭/২০20 ইং তারিখ বৃহস্পতিবার এর মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে।

খ। ভর্তির জন্য লিখিত পরীক্ষা ০৮/০৭/২০২৩ইং শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অত্র ইনস্টিটিউটের ১১ তলায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

গ। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ০৮/০৭/২০২৩ইং তারিখ শনিবার দুপুর ১২.০০ঘটিকায় অত্র ইনস্টিটিউটের ১১ তলায় অডিটোরিয়ামে গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, উক্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র সঙ্গে রাখতে হবে।

ঘ। লিখিত পরীক্ষায় Multiple Choice Question পদ্ধতি অনুসরন করা হবে। দরখাস্তকারীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা কোন পত্র এবং কোন টি,এ/ডিএ প্রদান করা হবে না।

৫। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফি, সেশন ফি, মাসিক বেতন ইত্যাদি সম্পর্কে ইনস্টিটিউটের অফিসে অফিস চলাকালীন সময় সকাল ৮.00 ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত তথ্য সংবলিত আবেদন ফরম সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের কোর্স চলাকালীণ সময়ে মাসিক স্টাইপেন্ড প্রদান করা যেতে পারে।

চ। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।

ছ। সকল পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদপত্র, ২ কপি ফটো ও জীবন বৃত্তান্ত দরখাস্তের সহিত জমা দিতে হবে। জ। ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য করা হবে।

অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) মহাসচিব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

National Heart Foundation and Research Institute Admission Circular

Address Of National Heart Foundation and Research Institute

Plot # 7/2, Section # 2, Mirpur, Dhaka-1216
Phone: 8053935-6, 8061314-6
Website: www.nhfbd.org
It is a non-governmental and non-profit making organization approved and supported by the Govt. and managed by an Executive Council with advice from Advisory Council (List attached). The members of the Council do not take any pay and allowance or any other facilities. Hon’ble Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh is the Chief Patron of this foundation. National Heart Foundation Hospital & Research Institute is one of the projects of National Heart Foundation of Bangladesh. The activities of the hospital are governed by a board of trustee.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen