আজ, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

নিবেদিতা মেডিকেল সেন্টার লিমিটেড এ “নার্সিং সুপারিনটেন্টেন্ড / ম্যাট্রন” পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at Nibedita Medical Center

আগস্ট ১৭, ২০১৯, ৩:০৯ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


চাকরির বর্ণনাঃ

নিবেদিতা মেডিকেল সেন্টার একটি পুরাতন পেডিয়াট্রিক হাসপাতাল যা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এবং এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। “নার্সিং সুপারিনটেন্টেন্ড / ম্যাট্রন” এর জন্য উল্লেখিত পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।

পদ সমুহঃ

পদের নাম: “নার্সিং সুপারিনটেন্টেন্ড / ম্যাট্রন”

পদ সংখ্যা: ০১ টি

যোগ্যতা:  ডিপ্লোমা / বিএসসি নার্সিং বিজ্ঞান ও ধাত্রিবিদ্যাতে । এমপিএইচ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতনঃ আলোচনা সাপেক্ষ

চাকরির দায়িত্বসমূহ

  • রোগীর স্যাম্পল, পালস, টেম্পারেচার ও ব্লাড প্রেশার নেয়া।
  • রেকর্ড লেখা।
  • রোগীদের আবেগময় সহায়তা প্রদান করা।
  • নিরাপদ ও পরিচ্ছন্ন কাজের পরিবেশ বজায় রাখা।
  • স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা।
  • নিরাপদ কাজের অভ্যাস অনুশীলন করা এবং অন্যান্যদের তা করতে উৎসাহিত করা।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • নারীরা আবেদন করতে পারবেন
  • চমৎকার যোগাযোগ দক্ষতা
  • ইংরেজি ভাষা দক্ষতা
  • শিফটিং ডিউটি করতে হবে।

কোম্পানীর সুযোগ সুবিধাদি

  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )

আবেদন করার প্রক্রিয়াঃ

কাভার লেটার, সাম্প্রতিক এক কপি ছবি, সকল সংশ্লিষ্ট নথিপত্রসহ জীবনবৃত্তান্ত সম্পন্ন করে ইমেইল করুনঃ mabsiddiqhelal@gmail.com অথবা ডাকযোগে প্রেরন করুন ব্যবস্থাপনা পরিচালক, নিবেদিতা মেডিকেল সেন্টার লিমিটেড, হাউজ # ৬৮/এ, রোড# ১১ এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫, উল্যেখিত তারিখের মধ্যে, খামের উপর বা ইমেইল এর বিষয়ে পদের নাম উল্যেখ করতে হবে ।

আবেদনের শেষ তারিখ: আগস্ট ২০, ২০১৯

কোম্পানির তথ্যাবলী

নিবেদিতা মেডিকেল সেন্টার লিমিটেড

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen