আজ, শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

North East Nursing College Admission Circular

এপ্রিল ১৯, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


North East Nursing College Admission Circular, North East Nursing College Admission Circular 2021

নর্থ ইষ্ট নার্সিং কলেজ এ এমএসসি ইন নার্সিং কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি

দক্ষিন সুরমা, সিলেট। ফোন ঃ ০৮২১-৭২৪৪৪১-৩ এক্স-১৩৮, মােবাইল ঃ ০১৭১৮-৬৩১৯৩৬, ০১৭৩৮-২০৭৫৬২ Email: nenic_syl@yahoo.com, Website: www.nenc.edu.bd (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমােদিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অধিভূক্ত)

নর্থ ইষ্ট নার্সিং কলেজ, সিলেটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ২ (দুই) বছর মেয়াদি এমএসসি ইন নার্সিং কোর্সের নিম্ন বর্ণিত বিষয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে  কলেজের নির্ধারিত ফরমে দরখাস্থ আহবান করা যাচ্ছে।

এমএসসি ইন নার্সিং কোর্সের বিষয়সমূহঃ

১) কমিউনিটি হেলথ নার্সিং

২) নার্সিং ম্যানেজমেন্ট |

ছাত্র-ছাত্রী ভর্তির যােগ্যতাঃ

ক) প্রার্থীকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং/বিএসসি ইন মিডওয়াইফারি অথবা পােষ্ট বেসিক বিএসসি ইন নার্সিং/পাবলিক হেলথ কোর্সে পাশ থাকতে হবে।

খ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রাপ্ত ষ্টাফ রেজিষ্ট্রেশনের মেয়াদ হালনাগাদ থাকতে হবে।

গ) রেজিষ্ট্রার্ড নার্স হিসেবে নূন্যতম ২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।

ভর্তি নিয়মাবলী ঃ |

ভর্তির আবেদনপত্র নর্থ ইষ্ট নার্সিং কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট হতে অফিস চলাকালীন সময়ে ১,০০০/- (এক হাজার) টাকার (অফেরতযােগ্য) বিনিময়ে ফরম সংগ্রহ ও যথাযথ ভাবে পূরণ করে আবেদনকারীর তিন কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি, হালনাগাদ ষ্টাফ রেজিষ্ট্রেশনের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সংযুক্ত করে আগামী ৩০/০৫/২০২১ইং তারিখ পর্যন্ত জমা দেয়া যাবে। |

অস্বচ্ছল ও মেধাবী কোটা ঃ * অস্বচ্ছল মেধাবী কোটায় ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের সরকারী নীতিমালা অনুযায়ী ভর্তি করা হবে।

North East Nursing College Admission Circular

The growing demands for better health care service and development of medical manpower in Sylhet division North-East Medical (Pvt.) Ltd. established North-East Nursing College in Sylhet.

North-East Nursing College believes that , in Sylhet a stimulating and progressive student centered learning environment will be helpful for the personal growth and development their personal competence. North-East Nursing Institute has been approved and affiliated by Bangladesh Nursing Council, Dhaka in 2007.

Sylhet the North Eastern divisional city of Bangladesh. North East Nursing College is situated in the southern part of the Sylhet city at its entrance gate. The can be reached by Buses, Trains, Air planes etc from the following route.

Address:

South Surma, Sylhet,

Phone: 0821-724441-2 Ext. 138, +88 01718 631936

Email: info@nenc.edu.bd  nenic_syl@yahoo.com

Website: https://nenc.edu.bd/

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen