আজ, বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Victoria Memorial Hall Kolkata Tour Guide

অক্টোবর ২৯, ২০২৩, ৮:৪৯ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Victoria Memorial Hall Kolkata Tour Guide, Victoria Memorial Hall Kolkata Tour Guide

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রাণী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ।

Victoria Memorial Hall Kolkata Tour Guide

আজ আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঘুরতে  যাব. আমরা আমাদের যাত্রা শুরু করলাম মারকুইজ স্ট্রেট থেকে। এখান থেকে ভিক্টোরিয়া হলে যেতে হবে  ট্যাক্সি করে। ভিক্টোরিয়া হলে  যেতে ট্যাক্সি ভাড়া ৩০০ থেকে ৩৫০ রুপি চাইবে. আমরা উবারে ১১০ রুপি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যায়. 

Victoria Memorial Hall Kolkata Tour Guide

আমরা সকাল ৯ টায় যাত্রা শুরু করি, খুব সুন্দর পরিবেশ প্রশস্ত রাস্তা, রাস্তার দু’পাশে সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়

ভিক্টোরিয়া হলের সামনে শাড়ি বাধা থাকবে ঘোড়ার গাড়ি চাইলে ৫০০ টাকা ভাড়া দিয়ে ঘোড়ার গাড়িতে ঘুরে আসা যাবে ।

এই স্থানটি হল কলকাতার প্রাণ কেন্দ্র , 

ভিক্টোরিয়া হলে ঢুকার জন্য শুধু এন্ট্রি ফি ২০  রুপি, আর মিউজিয়াম সহ হলে ঢুকতে ভারতীয় নাগরিকদের জন্য ৩০ রুপি সারভুক্ত দেশের জন্য ১০০ রুপি এবং বিদেশী নাগরিকের জন্য ৫০০ রুপি টিকেট করতে হবে 

এটা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর সোমবার বন্ধ থাকে।

 ভিক্টোরিয়া হলের প্রধান আকর্ষণ হল ঢুকতেই রানী ভিক্টোরিয়ার এই বিষন্ন ব্রোঞ্জের তৈরি বিশাল মূর্তি।

বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন।

শ্বেতপাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণকার্য শুরু হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় ১৯২১ খ্রিষ্টাব্দে। আনুমানিক ৬৪ এরপর জায়গার উপরে এই স্থাপনাটি তৈরি। 

মেমোরিয়াল হল এ ঢুকতেই প্রথমেই আছে স্মৃতিসৌধ নির্মাণের কিছু  ছবি। এরপর চলে গেলাম মূল ঘরে,  ঘরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল রানী ভিক্টোরিয়া একটি শ্বেত পাথরের মূর্তি।

স্থাপনাটির প্রতিটি দেয়ালের কারুকার্য দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে।

এখানে ব্রিটিশ আমলের কিছু তরবারি এবং রাইফেল সুসজ্জিত আছে।

এই ঘরটিতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি এবং তার হাতে আঁকা কিছু ক্যানভাস।

আপনারা ভিক্টোরিয়া পার্কে ঘুরতে ঘুরতে রাজকীয়তার এক ঝলক দেখতে পারবেন। আর এর ভিতর আছে দুটি পানির ফোয়ারা এবং বেশ কয়েকটা ঝিল যার পাশে বসে কিছুটা সময় নিজের মতো উপভোগ করতে পারবেন।

এটি জর্জ ফ্রেডেরিক স্যামুয়েল রবিনসন এর ব্রোঞ্জের প্রতিকৃতি। স্থাপনাটির চতুর্দিকে রয়েছে এরকম অসংখ্য ব্রোঞ্জ এবং শ্বেতপাথরের তৈরি প্রতিকৃতি। 

Victoria Memorial Hall Kolkata Tour Guide

 

এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর ভিতর এর পেছন সাইডে দেখতে পাবেন একটি সুউচ্চ টাওয়ার । আর এটি কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং।   ৬৫ তলা বিশিষ্ট এই বিল্ডিংটির নাম দ্য ৪২। 

Victoria Memorial Hall Kolkata Tour Guide

 

 ডিটেলস নিচের ভিডিওতে 


জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen