আজ, বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

কেয়ার বাংলাদেশ এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | CARE Bangladesh Job Circular

জুলাই ৩০, ২০২৩, ৮:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


CARE Bangladesh Job Circular, CARE Bangladesh Job Circular 2021

CARE is one of the world’s leading international humanitarian and development organizations, committed to helping people in poor communities improve their lives and alleviate poverty. Founded in 1945, CARE is working across 95 countries to fight global poverty and marginalization. CARE works to help people achieve social and economic well-being, while being among the best in their fields. In CARE put women and girls at the center of our work because we know that we cannot overcome poverty until all people have equal rights and opportunities.





 

Current Opportunities
  • সাব এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার/মেডিকেল এ্যাসিসটেন্ট
  • আউটলেট ম্যানেজার

 

পদের নাম: সাব এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার/মেডিকেল এ্যাসিসটেন্ট
কর্মস্থল: নরসিংদী, মৌলভীবাজার, কিশোরগঞ্জ
পদের সংখ্যা: ০৩ (তিন)

কেয়ার বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন  under the Global Fund Supported C19RM Additional Funding for comprehensive prevention programs of people who inject drugs (PWID) and their partners প্রকল্পে নরসিংদী, মৌলভীবাজার ও কিশোরগঞ্জে জেলায় সূ্ইঁ এর মাধ্যমে মাদক ব্যবহারকারীদের সাথে কাজ করার জন্য ০৩ (তিন) জন সাব এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার/মেডিকেল এ্যাসিসটেন্ট আবশ্যক।

শিক্ষগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা: 

  • ম্যাটস্ (MATS) পাশ হতে হবে।

উল্লেখযোগ্য দায়িত্বসমুহ:

  • যৌন ও সাধারণ রোগের চিকিৎসা প্রদান।
  • যৌন রোগ চিকিৎসার সময় ডাক্তারকে সহযোগিতা করা যেমন রোগীর প্রয়োজনীয় ফরম পূরন, ঔষধ প্রদান, যৌন রোগ বিষয়ক পরামর্শ প্রদান।
  • এ্যাবসেস রোগীদের ড্রেসিং, চিকিৎসা ও পরামর্শ প্রদান।
  • মাদকসেবী ও তার পার্টনার এর এইচআইভি পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান ।
  • নিয়মিত প্রকল্প প্রতিবেদন তৈরীতে সহায়তা করা।
  • এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের এআরটিতে অন্তর্ভুক্ত করা।
  • মাদকসেবীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে এসটিআই ও টিবি রোগী চিহ্নিত করা।

বেতন: মাসিক ১৬,৫৯২/= (ষোল হাজার পাঁচশত বিরানব্বই) টাকা, সেই সাথে অন্যান্য সুবিধা থাকবে যেমন- এক মাসের বেতনের সমান বছরে ০১ (এক) টা বোনাস।

জীবনবৃত্তান্তসহ দরখাস্ত পাঠানো শেষ তারিখ: ০৫ আগষ্ট ২০২৩ইং
ই-মেইল এর মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে : career.pwidcare@gmail.com

পদের নাম: আউটলেট ম্যানেজার
কর্মস্থল: নরসিংদী, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ
পদের সংখ্যা: ০৩ (তিন)

কেয়ার বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন গ্লোবাল ফান্ডের অর্থায়নে under the Global Fund Supported C19RM Additional Funding for comprehensive prevention programs of people who inject drugs (PWID) and their partners প্রকল্পে নরসিংদী, মৌলভিবাজার ও কিশোরগঞ্জ জেলায় সূ্ইঁ এর মাধ্যমে মাদক ব্যবহারকারীদের সাথে কাজ করার জন্য ০৩ (তিনজন) আউটলেট ম্যানেজার আবশ্যক।

অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা: এইআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচীতে/এনজিওতে কমপক্ষে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাদকসেবীদের সাথে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: সমাজ বিজ্ঞান, ব্যবস্থ্যাপনা, পরিসংখ্যান ও অন্যান্য বিভাগে/বিষয়ে এ স্নাতক পাস। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।

Main Responsibility:

  • মাদার লিস্ট এবং মাস্টার লিস্ট আপডেট করা।
  • ওএসটি এবং এআরটি এনরোলমেন্টে সহযোগীতা করা।
  • পিএসএম এর নথিপত্র এবং স্টোর ম্যানেজমেন্ট দেখাশুনা করা
  • রিপোর্টিং এবং ডকুমেন্টেশন
  • সিআইএস এ ডাটা এন্ট্রি দেয়া
  • কার্যক্রম ব্যবস্থাপনা করা
  • সমন্বয় এবং যোগাযোগ স্থাপন করা
  • কর্মী ব্যবস্থাপনা এবং হিসাব ব্যবস্থাপনা
  • স্টাফদের মনিটরিং করা এবং কাজের ফিডব্যাক দেয়া।
  • সংশ্লিষ্ট সিএস ও ডিএনসি অফিসের সাথে কো-অর্ডিনেশন করা।

Other Responsibility:

  • সকাল ৮টায় অফিস খুলবে এবং ১ঘন্টা মধ্যহৃ বিরতি সহ বিকাল ৪টা পর্যন্ত অফিস খোলা রাখবে
  • সকল কর্মীর উপস্থিতির স্বাক্ষর সংগ্রহ ও সঠিক সময়ে উপস্থিতি হাজিরা খাতা/রেজিস্টাওে নিশ্চিত করবে and update attendance sheet/ register accordingly
  • সুঁই, সিরিঞ্জ, কনডম আইইসি/বিসিসি আউটরীচ কর্মীদের Peer Outreach Worker (POW) মধ্যে বিতরন করা (ফেফো পদ্ধতিতে)
  • আউটরিচ সিফট সঠিক সময়ে চালু হচ্ছে কি না এবং দুই সিফটের মাঝে সেবা বন্ধ আছে কিনা খেয়াল রাখা এবং এ ব্যাপারে POW দের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা।
  • সুই এবং সিরিঞ্জ ঠিক মত সংগ্রহ হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা।
  • স্পট ম্যাপিং, স্পট এনালাইসিস এবং সোস্যাল ম্যাপিং এর মাধ্যমে সঠিক মাদার লিস্ট প্রস্তুুত করা।
  • মনিটরিং ফরমেট অনুযায়ী পিয়ার আউটরীচ ওয়ার্কারদের কাছ থেকে ব্যবহ্নত সুঁই/সিরিঞ্জ গ্রহন  করা
  • প্রত্যেক দিন সুঁই, সিরিঞ্জ, কনডম, ঔষধপত্র ও মালামালের মজুদ দেখা
  • সুই/সিরিঞ্জ ও ক্লিনিক্যাল বর্জ ইনসিরারেশনের জন্য সংস্থ্যার নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা।
  • এসটিডি রোগীর যথাযথ পরামর্শ প্রদান ও পার্টনার চিকিৎসা ও ফলোআপ নিশ্চিত করা।
  • ঘা, এসটিডি (জটিল) রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে ক্লিনিক/হাসপাতালে প্রেরন করা
  • সর্বদা ডিআইসি পরিস্কার পরিচছন্ন রাখা
  • ডিআইসিতে বিনোদনমুলক খেলাধুলার ব্যবস্থা রাখা
  • বিনোদন কক্ষ শুধু মাত্র যেন কয়েকজনের কাছে কুক্ষিগত না থাকে সেদিকে খেয়াল রাখা। বিনোদন কক্ষে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সেখানে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা।
  • অফিসের পরামর্শক্রমে আউটরীচে কাজ নিশ্চিত করতে হবে
  • যেই সকল ডিআইসিতে HIV positive PWID আছে ঐ সকল ডিআইসি এর সাথে নিয়মিত যোগাযোগ রাখা
  • HIV positive PWID এর data base update রাখা
  • HIV positive PWID দের আচরণগত ট্রাকিং ফরম পূরন ও সমন্বয় করা এবং সাপ্তাহিক ও মাসিক  কো-অর্ডিনেশন মিটিং এ উপস্থাপন করা।
  • HIV positive PWID দের কে যখন যেখানে দরকার সেখানে রেফার করা
  • সার্বক্ষনিক স্টাফদের ভাল মন্দ খেয়াল রাখা। তাদের কাজের গঠনমূলক ফিডব্যাক দেয়া।
  • নিয়মিত/নির্ধারিত ফিল্ড ভিজিট করে ফরমেট পুরন করাসহ প্রতিবেদন প্রদান করা।
  • সংশ্লিষ্ট জেলার ডিএনসি, সিএস ও ডিসি অফিসে সর্বদা যোগাযোগ রক্ষা করা এবং মাসিক মিটিং এ উপস্থিত থাকা
  • সকল প্রকার বাবহঃ গাইড লাইন অনুযায়ী সম্পন্ন করা।

বেতন: মাসিক বেতন ১৬,৫৯২.০০ (ষোল হাজার পাঁচশত বিরানব্বই) টাকা, সেই সাথে অন্যান্য সুবিধা থাকবে যেমন- এক মাসের বেতনের সমান বছরে ০১ (এক) টা বোনাস।

দরখাস্ত পাঠানোর ঠিকানা:  দরখাস্ত পাঠানো শেষ তারিখ: ০৫ আগষ্ট ২০২৩ইং।

ই-মেইল এর মাধ্যমে দরখাস্ত পাঠানো যাবে : career.pwidcare@gmail.com

Candidates need to be highly motivated and committed to CARE Bangladesh’s vision, mission, and long-term development work to significantly improve the lives of the most vulnerable and marginalized Candidates must be capable of displaying great learning agility, support and encourage knowledge sharing across projects, for the ultimate benefit of all of CARE’s mission wide initiatives.

Compensation

Attractive remuneration package will be offered to the really deserving candidate. In addition, CARE offers Provident Fund, Gratuity, Festival Bonus, Leave Encashment, Life and Health Insurance, Working Mother Benefits etc.

Interested candidates meeting the above requirements should apply through CARE Bangladesh’s e-recruitment sitehttps://career.carebangladesh.org/ on or before Aug 05, 2021.

Note:

  • CARE Bangladesh aims to attract and select a diverse workforce ensuring equal opportunity to everyone, irrespective of race, age, gender, HIV status, class, ethnicity, disability, location and religion.
  • Women are particularly encouraged to apply.
  • Any personal persuasion/phone-call will result in disqualification of candidature. We guarantee an interview to disabled candidates who meet the essential criteria.
  • CARE Bangladesh has a non-negotiable policy of ZERO TOLERANCE towards discrimination, harassment and abuse. All employees are expected to abide by the Protection from Sexual Exploitation and Abuse & Child Protection Policy of CARE Bangladesh.
  • Internal and external applicants shall be treated equally in the entire selection process.
  • To ensure transparent processes during recruitment, internal candidates should discuss potential applications with their Line Managers to ensure endorsement of their applications by respective Line Managers.
  • There is no cost involved with applying for positions with CARE Bangladesh. Any solicitation of job application costs should be regarded as fraudulent.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen