আজ, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Agricultural University Admission Preparation

এপ্রিল ২৩, ২০২১, ১২:০২ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Agricultural University Admission Preparation, Agricultural University Admission Preparation 2021

জেনে নেয়া যাক কেমন হওয়া উচিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

পরীক্ষায় ভালাে করতে হলে যা যা করতে হবে

যেকোনাে ভর্তি পরীক্ষায় ভালাে করার একটা অন্যতম শর্ত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলাে খুব ভালাে করে পড়ে ফেলা। যারা এখনাে বিগত সালের প্রশ্নগুলাে পড়নি তারা কমপক্ষে ৫ বছরের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়ে ফেলাে।

কারণ প্রশ্ন + টাইপ মিলিয়ে ৪০% বা তার ও বেশি রিপিট হয়। আর বিগত সালের প্রশ্ন পড়লে তুমি নিজেই বােঝতে পারবে কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এবং কোনগুলাে গুরুত্বপূর্ণ।

মনে রাখবে গুরুত্বপূর্ণ টপিকসগুলাে সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং ঘুরে ফিরে সেগুলাে থেকেই বারবার প্রশ্ন আসে। যেহেতু এইবার বােটানি এবং জুওলজিতে ৩০ মার্কস তাই সবার উচিত হবে জীববিজ্ঞানটা খুব ভালাে করে পড়ে ফেলা। যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলে তাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। যা পড়েছে ওগুলােই ভালাে করে বারবার পড়া। এই মুহূর্তে নতুন ও বাড়তি ইনফরমেশনগুলাে পড়তে থাকো।

Bangladesh All Private University Admission Circular

শুধু জীববিজ্ঞান দিয়েই চান্স পাওয়ার প্রায় ৫০% মার্কস উঠানাে সম্ভব। কোন টপিকসগুলাে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তা বিগত সালের সকল কৃষির প্রশ্ন পড়লে ধারণা হয়ে যাবে। ঠিকমতাে পড়াশােনা করলে জীববিজ্ঞানে ২৮ পর্যন্ত পাওয়া সম্ভব ।

তাই ভালাে করার জন্য অবশ্যই জীববিজ্ঞানকে তােমার মেইন টার্গেট রাখতে হবে। কৃষির ভর্তি পরীক্ষায় রসায়নে থিওরি টাইপ প্রশ্ন বেশি আসে ম্যাথ টাইপ খুবই কম আসে। তাই সকল কৃষিতে বিগত সালে যে টপিকসগুলাে থেকে প্রশ্ন আসছে ঐ টপিকসগুলাে হাজারী নাগ স্যার অথবা রবিউল স্যারের বই থেকে খুব ভালাে করে পড়ে ফেলাে। কৃষিতে জৈব যৌগ থেকে বেশি প্রশ্ন আসে না, ২-৩ টা সর্বোচ্চ।

IBA Admission Circular at University of Dhaka

প্রথম পত্রের ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম এবং দ্বিতীয় পত্রের ১ম, ৩য়, ৪র্থ অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন + ঐ টপিক গুলো + হাজারী নাগ স্যারের বইয়ের অধ্যায়। শেষের বহুনির্বাচনি গুলো ভালো করে পড়লে খুব সহজেই ২০ এ ১৮ উঠাতে পারবে। যারা মেডিকেলে প্রস্তুতি নিয়েছে তাদের অনেকেই পদার্থবিজ্ঞানের ম্যাথ গুলো সমাধান করতে গিয়ে সমস্যায় পড়ছে। কৃষির পদার্থবিজ্ঞানে প্রায় সবই ম্যাথ আসবে থিওরি ২-৩ টা প্রশ্ন আসবে।

তাই এই শেষ মুহূর্তে বিগত সালে আসা ম্যাথগুলো এই টপিক এর ম্যাথ + প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এর ম্যাথ গুলো বারবার অনুশীলন করাে। পদার্থবিজ্ঞানে সব সূত্র মুখস্থ রাখতে পারলে এবং সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক গুলোতে ভালো ধারণা থাকলে ৬০% প্রশ্ন উত্তর করা সম্ভব। বিগত সালগুলােতে কিছু কিছু কৃষিতে ক্যালকুলেটর ব্যবহার ছিলাে। তাই প্রশ্ন ও তেমনই হতাে। কিন্তু এখন যেহেতু ক্যালকুলেটর ব্যবহার নেই, তাই যেগুলাে করতে ক্যালকুলেটর আবশ্যক ওগুলাে স্কিপ করে যাও। তবে বিগত প্রশ্নের টাইপগুলােতে মান পরিবর্তন করে দিলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব এমন টপিকসগুলাে অবশ্যই অনুশীলন করে যেতে হবে। আমির স্যার অথবা তপন স্যারের বই এর শেষের বহুনির্বাচনি গুলাে অবশ্যই ভালােভাবে পড়তে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলে প্রায় সবারই বড় ভয়টা এখন ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে ভয়ের কিছুই নেই। বিগত প্রশ্ন + টাইপ থেকে এমনিই ১০ + কমন পাবা, তাই বিগত প্রশ্ন + টাইপগুলাে প্র্যাকটিস করাে। ম্যাথ এর বেশি প্রশ্ন আসে অন্তরীকরণ, যােগজীকরণ, সরলরেখা, জটিল সংখ্যা, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, বৃত্ত ও ফাংশন থেকে। যােগজীকরণ এর ক্ষেত্রে সকল বিগত প্রশ্ন উত্তরসহ মুখস্থ করে ফেল কারণ ঘুরে ফিরে ওগুলােই বারবার। আসে। বিগত প্রশ্নগুলাে + টাইপগুলাে ভালােভাবে অনুশীলন করলে এবং সহায়ক বই থেকে ভালােভাবে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিলে ২০ এ ১৫+ পাওয়া কঠিন কিছু না। ম্যাথ বেশি বেশি অনুশীলন করলে মনে থাকবে না। তাই বারবার বিগত প্রশ্নের টাইপগুলাে এবং অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ | টাইপগুলাে প্র্যাকটিস করাে। ইংলিশ সব প্রশ্ন হবে বেসিক গ্রামার থেকে। প্রস্তুতি না নিলেও ৬-১০ শ্রেণির বেসিক ধারণা থেকে ৪-৫ টা উত্তর করা সম্ভব। বেসিক গ্রামার এর নিয়মগুলাে দেখে গেলে সহজেই উত্তর করতে পারবে।

Combined CUET, KUET & RUET Admission Circular

English এ যে যে টপিকসগুলাে হতে প্রশ্ন বেশি হয়, Right form of verb (১-২টা) Sentence (১-২টা), Preposition (১টা) Narration (১টা), Voice change (১টা) Spelling (১টা)। Subject verb agreement (১টা) Synonym tantonym (STI) Proverb (১টা)। Translation (১টা)।

প্রতিটা টপিকস এর ব্যাতিক্রম পার্টগুলাে অনেক গুরুত্বপূর্ণ এইগুলাে ভালাে করে পড়লে খুব সহজে ৯ মার্কস পাওয়া যাবে। টপিকসগুলাে একাদশ দ্বাদশ শ্রেণির গ্রামার বই থেকে পড়লে ভালাে হবে।

সকল বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি লিংক। ক্লিক করে জেনেনিন, নিজে জানুন ও অন্যকে জানতে সাহায্য করুনঃ-

  1. Combined CUET, KUET & RUET Admission Circular
  2. Bangladesh Open University Admission Circular
  3. বিভিন্ন নার্সিং কলেজে, নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
  4. GST University Admission Circular
  5. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
  6. BUET Admission Circular And Result
  7. Bangladesh University of Textiles Admission Circular
  8. BSMR Maritime University Admission Circular
  9. BDS Dental Admission Circular
  10. মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
  11. ঢাকা বিশ্ববিদ্যালয় এ ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি
  12. Military Institute of Science and Technology Admission Circular

 

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen