আজ, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Biman Bangladesh Airlines Ltd Job Circular । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিয়োগ

অক্টোবর ২, ২০২৪, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Biman Bangladesh Airlines Job Circular, Biman Bangladesh Airlines Job Circular 2024

চাকরির বর্ণনাঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নিন্মলিখিত  পদে নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট

আবেদন করার প্রক্রিয়াঃ

নিচের বিজ্ঞপ্তি দেখুন।

২৯/১০/২০২৪ ইং, বিকেল ৫টা পর্যন্ত

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Biman Bangladesh Airlines Ltd Job Circular

এয়ারক্র্যাফট মেকানিক নিবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, পদ ৪০

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই এয়ারলাইনসে এয়ারক্র্যাফট মেকানিক (মেইনটেন্যান্স) পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এয়ারক্র্যাফট মেকানিক (মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ৪০ । যোগ্যতা: সিএএটিআই/ ইএএসএস পার্ট ১৪৭ অনুমোদিত বিআই.আই (এয়ারক্র্যাফট টারবাইন) বা বি২ (অ্যাভিওনিক্স) কোর্স সম্পন্ন থাকতে হবে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞানসহ প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ-৫-এর স্কেলে ৩.৫ থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ-৫-এর স্কেল ৩.৫ থাকতে হবে। ‘এ’ লেভেল পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম ‘সি’ থাকতে হবে।

বয়স: ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

এই পদের নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

আবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীদের এই http://bbal.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি :অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৩৩৪ টাকা টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

Biman Bangladesh Airlines started its journey on 4th January 1972 with a DC-3 aircraft. After procuring two F-27s, Biman finally took-off on 7th March 1972 with domestic flights to Chittagong and Sylhet from its base at Dhaka. Shortly after, a Boeing 707 aircraft joined the airline’s fleet, allowing Biman to begin international flights. By end of the Seventies, Biman had a fleet of 8 F27 and 5 Boeing 707 to serve domestic and international destinations.

Biman is in a bid to operate more domestic destinations, as such procuring two Turbo-Prop aircraft

Biman has already phased out vintage F28 and DC10-30 aircraft from its fleet as a part of fleet modernization. The airline operates its own ancillary and maintenance facilities at Hazrat Shahjalal International Airport.

Address:

Head Office
Biman Bangladesh Airlines LTD.
Head Office, “BALAKA”, Kurmitola, Dhaka-1229, Bangladesh
Telephone: ‘BALAKA’: +88-02-8901600, +88-02-8901730-44
Admin Building, Terminal Building & Hanger Complex: +88-02-8901500-22, +88-02-8901640-54, Fax: +88-02-8901558

E-Mail
For online ticketing: ibebiman@bdbiman.com
For online ticket refund: iberefund@bdbiman.com
For customer query: dgmgs@bdbiman.com
For customer feedback and complaints: gmcs@bdbiman.com
Job Opportunities: www.biman-airlines.com/about/Careers




জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen