কারিতাস বাংলাদেশ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Caritas Bangladesh Job circular
Caritas Bangladesh Job circular, Caritas Bangladesh Job circular 2025
চাকরির বর্ণনাঃ
কারিতাস বাংলাদেশ একটি জাতীয়, স্থানীয়ও বেসরকারী অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। কারিতাস বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আওতাধীন মনপুরা উপজেলায় মুক্তি-০৩ (MUKTE-III) প্রকল্প এর জন্য নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরীরজন্য যোগ্য প্রার্থীদের(নারী/পুরুষ) নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী নিম্নরুপঃ
আবেদন পত্র আগামী ১৭/০৩/২০২৫ খ্রি:
পদ সমুহঃ নিয়োগ বিজ্ঞপ্তিটি PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Click Here
Job Opportunities in Caritas Khulna Region
Position: Advocacy Coordinator (1 – Female only) Closing date is 17/03/2025 |
Download |
Job Opportunities in Caritas Khulna Region
Position: Assistant HR and Admin Officer (1 – Female only) Closing date is 17/03/2025 |
Download |
Job Opportunities in Central Office
Position: Technical Adviser (Advocacy) Closing date is 17/03/2025 |
Download |
আবেদন করার প্রক্রিয়াঃ
শর্তাবলী:
১. আবেদন পত্রের সহিত প্রার্থীকে অবশ্যই তার পূর্ণ জীবন বৃত্তান্তে ক) প্রার্থীর নাম খ) পিতা/স্বামীর নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ ঙ) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা চ) স্থায়ী ঠিকানা ছ) মোবাইল নম্বর/ ই-মেইল ঠিকানা/ উভয়ে অবশ্যই উল্লেখ করতে হবে। জ) শিক্ষাগত যোগ্যতা এবংঅভিজ্ঞতাঝ) ধর্ম ঞ) জাতীয়তা ট) বৈবাহিক অবস্থাঠ) দুই জন রেফারেন্স (বর্তমান এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানের কর্মরত তত্বাবধায়ক/ব্যবস্থাপক) এর নাম ও ঠিকানা (মোবাইল ফোন নম্বর সহ) উল্লেখসহ আবেদন করতে হবে।
২. আবেদন পত্রের সাথে অবশ্যই শিক্ষাগত সনদ পত্রের অনুলিপি,অভিজ্ঞতার সনদপত্র, জাতীয়তা সনদ পত্র/জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদপত্র ও সদ্য তোলা দুই কপি (০২) পাস র্পোট সাইজের ছবি ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে ।
৩. আগ্রহী প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ ও সেবা মূলক কাজে উদ্যোগী হতে হবে।
৪. চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যেমে আবেদন করতে হবে ।
৫. ধূমপায়ী বা কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণে অভ্যস্তদের আবেদন করার প্রয়োজন নেই ।
৬. বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হতে পারে। তবে চলমান করোনা পরিস্থিতি উন্নতি হলে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৭. প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে এবং সে মোতাবেক প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তবে সাক্ষাৎকারের সময় মূল কাগজপত্র সাথে আনতে হবে।
৮. ব্যক্তিগত যোগাযোগকারী বা কারোর মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে।
৯. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
১০. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা ।
১১. ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের পূনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা বাছাইকৃত যোগ্য প্রার্থী তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ।
১২. আবেদন পত্র আগামী ১৭/০৩/২০২৫. খ্রি: মধ্যে সরাসরি/ডাকযোগে/ ইমেইল/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে rd.bro@caritasbd.org বা caritasrecruitment2023@gmail.com আঞ্চলিক পরিচালক, কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয়, সাগরদী, বরিশাল-৮২০০ এ গ্রহণ করা হবে অথবা প্রার্থীগণকে কারিতাস বাংলাদেশের online job Application লিঙ্ক https://caritasbd.org/career/job-career/ ব্যবহার করে উল্লেখিত পদে আবেদন করতে পারবে।
১৩. এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
Caritas Bangladesh is a prominent non-governmental organization (NGO) that works in various development sectors across Bangladesh. It is part of the global Caritas network, which is a Catholic charity, and it focuses on promoting social justice, human rights, and sustainable development.
Here are some key points about Caritas Bangladesh:
-
Mission and Vision: Caritas Bangladesh is dedicated to improving the lives of marginalized and vulnerable populations in Bangladesh. Its mission involves providing humanitarian aid, supporting social development, empowering communities, and advocating for justice.
-
Programs and Services: Caritas Bangladesh runs various programs across sectors such as:
- Education: Providing education to children, especially in rural areas.
- Health: Offering healthcare services, including nutrition programs, maternal health, and medical assistance to the underprivileged.
- Disaster Response: Caritas Bangladesh is active in disaster relief and rehabilitation efforts, responding to natural calamities like floods, cyclones, and other emergencies.
- Livelihoods: Helping communities improve their livelihoods by supporting agriculture, skills development, and income-generating projects.
- Advocacy and Human Rights: The organization works on issues related to human rights, including the rights of minorities, women, and children.
-
Collaboration and Funding: Caritas Bangladesh collaborates with national and international organizations, donors, and government agencies. It is funded through donations, partnerships, and grants, and also receives support from the Catholic Church.
-
Sustainability: A key part of Caritas Bangladesh’s approach is promoting sustainability through its development programs. This includes focusing on environmental protection, sustainable agriculture, and addressing climate change.