আজ, মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Marie Stopes Bangladesh Job circular | মেরী স্টোপস বাংলাদেশ এ নিয়োগ বিজ্ঞপ্তি

নভেম্বর ১৩, ২০২৪, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Marie Stopes Bangladesh Job circular

Marie Stopes Bangladesh (MSB), a social business organization, in an affiliated of MSI Reproductive Choices, UK that works in 37 countries across the globe. MSB has been providing access to high-quality healthcare services at an affordable cost in every single region of Bangladesh, since 1988.

চাকরির বর্ণনাঃ

মেরী স্টোপস বাংলাদেশ বিগত ৩ দশকের বেশী সময় ধরে বাংলাদেশে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। মেরী স্টোপস বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এমএসআই রিপ্রোডাকটিভ চয়েস এর সাথে এফিলিয়েটেড যা ৬টি মহাদেশের ৩৭টি দেশে সেবা প্রদান করে আসছে। মেরী স্টোপস বাংলাদেশ এর অধীনে নিম্নোক্ত পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক:

মেরী স্টোপস বাংলাদেশে Investment Fund Project এর জন্য নিম্নে উল্লেখিত পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক:

পদের নাম ও সংখ্যা: প্যারামেডিক (আইইউডি) – (০৪ জন নারী)

কর্মস্থল: সুনামগঞ্জ, ময়মনসিংহ, রংপুর ও দিনাজপুর

শিক্ষাগত যোগ্যতা:

  • প্রার্থীদেরকে সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে ২ বছরের প্যারামেডিক কোর্স/ FWV কোর্স/ নার্সিং কোর্স/মেডিকেল এ্যাসিসটেন্ট কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা:

  • প্রার্থীদেরকে প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা প্রকল্পে কমপক্ষে ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।

অন্যান্য যোগ্যতা:

  • আইইউডি (IUD) এবং এমআর (MR) এর উপর বেসিক প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে ।
  • প্রার্থীদেরকে কর্মরত জেলার ইউনিয়নসমুহে ব্যাপক ভ্রমন করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা:

  • ২৫,০০০ টাকা + অন্যান্য সুবিধা ।

আগ্রহী প্রার্থীদেরকে কভার লেটারসহ (যেখানে উল্লেখ থাকবে কেন প্রার্থী নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন) আপডেটেড পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরী স্টোপস বাংলাদেশ এর নির্ধারিত CV ফর্মে আগামী ২৬ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক # এফ, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা – ১২০৭ ঠিকানা অথবা hr@mariestopesbd.org ইমেইলে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। CV ফর্ম পাওয়া যাবে https://mariestopes.org.bd/join our-team/ or Download job application form এই লিংকে।

আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
মেরী স্টোপস বাংলাদেশ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

Marie Stopes Bangladesh (MSB) is affiliated with Marie Stopes International (MSI). MSI delivers quality family planning and reproductive health care to millions of the world’s poorest and most vulnerable women in 37 countries. Marie Stopes Bangladesh delivers a wide range of high quality sexual & reproductive health services including family planning, safe Menstrual Regulation (MR), safe pregnancy outcome (normals delivery and Caesarian Section) and other maternal health services fulfilling the mission of children by choice, not chance in Bangladesh.

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen