আজ, মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular At Sobuj Chata Health Care Ltd http://www.shobujsata.com/

অক্টোবর ১৪, ২০১৮, ১০:১৬ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


চাকরির বর্ণনাঃ

সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ, বর্তমানে বেকার যুবক / যুবতীদের আত্ম কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন / থানা পর্যায়ে শাখা সম্প্রসারণ করে সাধারণ মানুষের মাঝে পুষ্টি, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, ডায়রিয়া নিরাময়, ডায়াবেটিক, প্রেসার (রক্ত চাপ) নির্ণয় ও নিয়ন্ত্রণ, এইডস (HIV) সম্পর্কে সচেতনতা সৃষ্টি, প্রাথমিক চিকিৎসা সহ সকল প্রকার স্বাস্থ্য সেবা সহজ লভ্যে প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।

উপরুক্ত কার্যক্রম নিজ নিজ ইউনিয়ন / থানা পর্যায়ে সফল বাস্তবায়নের মাধ্যমে শাখা পরিচালনা করতে আগ্রহী পুরুষ / মহিলাদের নিকট হতে নিম্নে বর্নিত পদের জন্য জীবন বৃত্তান্ত (Bio-Data) আহ্বান করা যাচ্ছে ।

পদের নামঃ

  • এরিয়া কোঅর্ডিনেটর ।
  • এরিয়া ম্যানেজার ।

কাজের ধরনঃ

ফুল টাইম।

বেতনঃ

  • এরিয়া কোঅর্ডিনেটর – মাসিক আয় / বেতন শিক্ষানুবিস ২/৩ মাস ১২,০০০/-, পরে ১৬,০০০/-, এক বছর পর বাড়বে । এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টি.এ. এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে ।
  • এরিয়া ম্যানেজার – মাসিক আয় / বেতন শিক্ষানুবিস ২/৩ মাস ১০,০০০/-, পরে ১৪,০০০/-, এক বছর পর বাড়বে । এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টি.এ. এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • এরিয়া ডিরেক্টর – স্নাতক / স্নাতকোত্তর / সমমান ।
  • ফিল্ড সুপারভাইজার – S.S.C / H.S.C / পল্লীচিকিৎসক / সমমান ।

আবেদন করার প্রক্রিয়াঃ

০১। আগ্রহীদের পদের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, ছবি সহ জীবন বৃত্তান্ত (Bio-Data) আগামী ২০ জুলাই ২০১৮ তারিখের মধ্যে হেড অফিসের ঠিকানায় ডাক/কুরিয়ার/ই-মেইল (shobujchhata@gmail.com)এর মাধ্যমে পাঠাতে হবে ।

০২। প্রার্থীকে নিজ এলাকায় পরিচিত, সাংগঠনিক কাজে দক্ষ্য, চটপটে, মিষ্টভাষী ইত্যাদী গুনাবলীর অধিকারী এবং বয়স ১৮-৫০ বৎসরের মধ্যে হতে হবে । স্বাস্থ্য সেবা মূলক কাজে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ।

০৩। হেড অফিসে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিতদের নিজ এলাকায় ২/৩ মাস প্রশিক্ষণ মূলক কাজ করিয়ে তৈরী করে নেয়া হবে, তাই অভিজ্ঞতার প্রয়োজন নাই । কাজে যোগদানের সময় রেজিঃ ফি, প্রশিক্ষণ ফি, নোট-বই ও Medical Material (যেমনঃ- ডায়াবেটিক মেশিন, ব্লাড প্রেসার (BP) মেশিন, স্টেথোসকোপথার্মোমিটারএ্যাপ্রোন, নিওস্ট্রিপপ্রেগনেন্সি টেষ্ট স্ট্রিপকটনসিজারসেভলন/হেক্সিসল, গজ/ব্যান্ডেজ,) এবং ব্যাগ, ব্যানারইত্যাদী বাবদ প্রায় পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে ।

০৪। বিস্তারিত জানতে www.sobujchhata.com ওয়েব সাইট ভিজিট করুন ।

আবেদন করার শেষ তারিখঃ ২৫/১০/২০১৮ ইং ।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen