সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular At Sobuj Chata Health Care Ltd http://www.shobujsata.com/
চাকরির বর্ণনাঃ
সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ, বর্তমানে বেকার যুবক / যুবতীদের আত্ম –কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন / থানা পর্যায়ে শাখা সম্প্রসারণ করে সাধারণ মানুষের মাঝে পুষ্টি, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, ডায়রিয়া নিরাময়, ডায়াবেটিক, প্রেসার (রক্ত চাপ) নির্ণয় ও নিয়ন্ত্রণ, এইডস (HIV) সম্পর্কে সচেতনতা সৃষ্টি, প্রাথমিক চিকিৎসা সহ সকল প্রকার স্বাস্থ্য সেবা সহজ লভ্যে প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।
উপরুক্ত কার্যক্রম নিজ নিজ ইউনিয়ন / থানা পর্যায়ে সফল বাস্তবায়নের মাধ্যমে শাখা পরিচালনা করতে আগ্রহী পুরুষ / মহিলাদের নিকট হতে নিম্নে বর্নিত পদের জন্য জীবন বৃত্তান্ত (Bio-Data) আহ্বান করা যাচ্ছে ।
পদের নামঃ
- এরিয়া কোঅর্ডিনেটর ।
- এরিয়া ম্যানেজার ।
কাজের ধরনঃ
ফুল টাইম।
বেতনঃ
- এরিয়া কোঅর্ডিনেটর – মাসিক আয় / বেতন শিক্ষানুবিস ২/৩ মাস ১২,০০০/-, পরে ১৬,০০০/-, এক বছর পর বাড়বে । এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টি.এ. এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে ।
- এরিয়া ম্যানেজার – মাসিক আয় / বেতন শিক্ষানুবিস ২/৩ মাস ১০,০০০/-, পরে ১৪,০০০/-, এক বছর পর বাড়বে । এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টি.এ. এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতাঃ
- এরিয়া ডিরেক্টর – স্নাতক / স্নাতকোত্তর / সমমান ।
- ফিল্ড সুপারভাইজার – S.S.C / H.S.C / পল্লীচিকিৎসক / সমমান ।
আবেদন করার প্রক্রিয়াঃ
০১। আগ্রহীদের পদের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, ছবি সহ জীবন বৃত্তান্ত (Bio-Data) আগামী ২০ জুলাই ২০১৮ তারিখের মধ্যে হেড অফিসের ঠিকানায় ডাক/কুরিয়ার/ই-মেইল (shobujchhata@gmail.com)এর মাধ্যমে পাঠাতে হবে ।
০২। প্রার্থীকে নিজ এলাকায় পরিচিত, সাংগঠনিক কাজে দক্ষ্য, চটপটে, মিষ্টভাষী ইত্যাদী গুনাবলীর অধিকারী এবং বয়স ১৮-৫০ বৎসরের মধ্যে হতে হবে । স্বাস্থ্য সেবা মূলক কাজে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ।
০৩। হেড অফিসে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিতদের নিজ এলাকায় ২/৩ মাস প্রশিক্ষণ মূলক কাজ করিয়ে তৈরী করে নেয়া হবে, তাই অভিজ্ঞতার প্রয়োজন নাই । কাজে যোগদানের সময় রেজিঃ ফি, প্রশিক্ষণ ফি, নোট-বই ও Medical Material (যেমনঃ- ডায়াবেটিক মেশিন, ব্লাড প্রেসার (BP) মেশিন, স্টেথোসকোপ, থার্মোমিটার, এ্যাপ্রোন, নিওস্ট্রিপ, প্রেগনেন্সি টেষ্ট স্ট্রিপ, কটন, সিজার, সেভলন/হেক্সিসল, গজ/ব্যান্ডেজ,) এবং ব্যাগ, ব্যানারইত্যাদী বাবদ প্রায় পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে ।
০৪। বিস্তারিত জানতে www.sobujchhata.com ওয়েব সাইট ভিজিট করুন ।
আবেদন করার শেষ তারিখঃ ২৫/১০/২০১৮ ইং ।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)