ওয়ার্ল্ড ভিশন এন্টারপ্রাইজ এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at World Vision Enterprise
ওয়ার্ল্ড ভিশন এন্টারপ্রাইজ এ আমদানীকৃত হাসপাতাল যন্ত্রপাতি মার্কেটিং ও সার্ভিসিং এর জন্য কিছু দক্ষ ও অদক্ষ জনবল নিয়োগ করা হইবে।
পদের নাম
১. মার্কেটিং অফিসার
বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, প্রাইভেট চক্ষু হাসপাতাল, ডক্টরস চেম্বার, এনজিও, আইএনজিও সমুহে চক্ষু বিষয়ক যন্তুপাতি বাজারজাত করনের নিমিত্তে কিছু মার্কেটিং অফিসার নিয়োগ করা হইবে।
প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এইচ, এস,সি / বি,এস,সি/ বিএ পাশ হইতে হইবে। মেডিকেল যন্ত্রপাতি বাজারজাত এর কাজ করিতে হইবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। প্রার্থীকে সৎ, অধুমপায়ী, সুন্দরবাচনভঙ্গী সহ সদালাপী হইতে হইবে এবং দেশের যে কোন জায়গায় যে কোন সময় ভ্রমনের মানসিকতা সম্পন্ন হইতে হইবে এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করিতে হইবে। অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
২. সেলস এন্ড সার্ভিস ইঞ্জিনিয়ার
বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, প্রাইভেট চক্ষু হাসপাতাল, ডক্টরস চেম্বার, এনজিও, আই এনজিও সমুহে চক্ষু বিষয়ক যন্তুপাতি মেরামত ও বাজারতার করিতে হইবে।
প্রার্থীকে ডিপ্লোমা/ বিএসসি ইঞ্জিনিয়ারিং (বায়োমেডিকেল/ ইলেকট্রোনিক্স/ ইলেটট্রিক্যাল), বিএসসি (ফলিত পদার্থ) সহ পাশ হইতে হইবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। মেডিকেল যন্ত্রপাতি সার্ভিসিং ও বাজারজাত এর কাজ করিতে হইবে। প্রার্থীকে সৎ, অধুমপায়ী, সুন্দরবাচনভঙ্গী সহ সদালাপী হইতে হইবে এবং দেশের যে কোন জায়গায় যে কোন সময় ভ্রমনের মানসিকতা সম্পন্ন হইতে হইবে।
চাকররি ধরন ঃ ফুল টাইম
বেতন ভাতাদিঃ আলোচনা সাপেক্ষে (প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী)।
আগ্রহী প্রার্থীগণকে উপরে উল্লেখিত ঠিকানায় প্রধান নির্বাহী বরাবর ডাকযোগে স্ব-হস্তে লিখিত পূর্ন বায়োডাটা ও ২ রঙ্গিন কপি ছবি সম্বলিত দরখাস্ত প্রেরণ করিতে হইবে। ব্যাক্তিগত যোগাযোগ ও তদবির প্রার্থীর অযোগ্যতা প্রমান করবে।
আবেদনের শেষ সময়ঃ ১৫ই মে, ২০১৯
ওয়ার্ল্ড ভিশন এন্টারপ্রাইজ
১১/৩৩, (৩য় তলা) আযম রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭,
ফোন:৯১১৬২৩৭; www.wvebd.com