আজ, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

National Development Programme Job Circular

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


National Development Programme Job Circular, National Development Programme Job

চাকরির বর্ণনাঃ

পল্লী কর্ম-সহায়কফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযােগীতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোন (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত ঋণ সহায়তা কর্মসূচির আওতায় নিলিখিত স্থায়ী পলের অন্য যােগ্যতা সম্পন্ন প্রাণীদের নিকট থেকে দরখাস্ত আহবান না যাচ্ছে।

পদ সমুহঃ

  • শাখা ব্যবস্থাপক
  • সিনিয়র ক্রেডিট অফিসার

আবেদন করার প্রক্রিয়াঃ

শাখা ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক-আইটিপদে স্থায়ী হলে নিয়মিত বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিন্টে ফান্ড, ২টি উৎসব ভাতা, লাঞ্চ ভাতা ও গ্রাচুয়িটি প্রদান করা হবে। এছাড়া আবাসন ব্যবস্থা ফ্রি। সংশ্লিষ্ট পলে স্থায়ী হলো গহণ, দুটিনা সহায়তা, কমী কল্যান সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য ১৫,০০০ (ফেরতযোগ্য)। আগ্রহী প্রার্থীদের ১ কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা/কম অভিজ্ঞতার সনদ পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, জন্ম সনদের অনুলিপি স্বহস্তে লিখিত দরখাস্তসহ সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবিসহ সিনিয়র ম্যানেজার (মানব সম্পদ ও প্রশাসন), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এভিপি), কাজী মতিয়ার রহমান সড়ক, নাসুমপুর, সিন্নাক্সা অথবা পােষ্ট বক্স-০২,সিরাজগঞ্জ বরাবরে আবেদনপত্র আগাম ১৫/০৩/২০২৪ ইং তারিখের মধ্যে জমা দেয়ার জন্য বলা যাচ্ছে। খামের উপর পদে নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে রাজশাহী ও রংপুর বিভাগের প্রশীদের অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন প্রকার টি এ ডি এ দেয়া হবে না। সকল পদে নিয়োগের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রাদের অগ্রাধিকার দেয়া হবে। সতর্কীকরণএনডিপি কর্মী নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন করে না এবং চূড়ান্তভাবে নির্বাচিত হবার পর নিয়ােগ পরবর্তী জামানতের টাকা বিকাশ বা নগদ এর মাধ্যমে গ্রহণ করে না।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

National Development Programme Job Circular

National Development Programme (NDP) is a non-governmental organization, called as NGO. By virtue of constitution, it is a non-profit, non-political voluntary development organization. The key objective of NDP is to strengthen capacity of the targeted project participants (beneficiaries) and create opportunities to bring them into the mainstream of development. Now, NDP has been launching 30 (thirty) different programmes/projects and its operational area covers eight districts under Rajshahi, Rangpur and Dhaka division in the northern region of Bangladesh. NDP always places an emphasis on human rights, good governance and gender equality. Through its dedicated efforts for about twenty-five years, NDP has become the symbol of hope for the poor people it serves and likes to continue the works for as long as it is needed.

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen