আজ, সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Society for Development Initiatives (SDI) Job Circular

জুন ১৭, ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Society for Development Initiatives Job Circular, Society for Development Initiatives Job

চাকরির বর্ণনাঃ

সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) এর মাইক্রোক্রেডিট কর্মসূচি বাস্তবায়নের জন্য সংস্থার বিভিন্ন অঞ্চলে নিন্মবর্ণিত পদ সমূহে জরুরী ভিত্তিতে বেশ কিছু লোক নিয়োগ করা হবে ।

পদের নামঃ 

১। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর
বেতন স্কেলঃ ২৫,০০০/-
বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর

কাজের ধরনঃ ফুল টাইম ।

বেতনঃ

মাসিক বেতন – ২৫,০০০/- টাকা

অন্যান্য সুযোগসুবিধা:
বছরে দুইটি উৎসব বোনাস (এক মাসের বেতনের সমপরিমান টাকা) প্রদান করা হবে।
দাতা সংস্থা অনুমোদিত বাজেট অনুযায়ী মাসিক মোবাইল ও ইন্টারনেট খরচ প্রদান করা হবে।
কর্মএলাকায় মটর সাইকেল চালানোর জন্য মটর সাইকেল মেরামত ও জ্বালানী ব্যয় অনুমোদিত নীতিমালা ও বাজেট অনুযায়ী প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

স্নাতকোত্তর
দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পে প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজের অভিজ্ঞতা ন্যূনতম ৪ বছর হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: প্রশিক্ষণ প্রাপ্ত ও ডোনার ফান্ডেড প্রজেক্ট’র কাজে অভিজ্ঞদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে আবেদনসহ পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তের স্ক্যান কপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী ২৬/০৬/২০২২ বিকাল ০৫:০০ টা খ্রি. তারিখের মধ্যে নি¤œ স্বাক্ষরকারী বরাবরে ই-মেইল sdi.hoffice@gmail.com এর মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের জন্য আবেদন পত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি উল্লেখ করতে হবে। আবেদনপত্র থেকে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য মোবাইল ফোনের মাধ্যমে ডাকা হবে। উল্লেখ্য যে, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে

প্রকল্প সমন্বয়কারী পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মুল সনদ পত্র, অভিজ্ঞতার সনদ পত্র ও নাগরিকত্বের সনদ পত্রের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।

অত্র নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন সংযোজন, সংশোধন বা বাতিলকরণ এসডিআই কর্তপক্ষ সংরক্ষণ করে।

NGO Job Circular

(সামছুল হক)
নির্বাহী পরিচালক (সিইও)
এসডিআই, প্রধান কার্যালয়
বাড়ি নং ২/৪ (৪র্থ তলা), ব্লক-সি
শাহজাহান রোড, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭।
ই-মেইল sdi.hoffice@gmail.com

 

SDI is a platform which has drawn NGO professionals who have adopted social development as a life time mission. The rich and diverse experience of the initiators is its unique asset. SDI envisions a society where all the people will have equal opportunity and access to resources to realize their human potentials and quality of life aspirations. The initiative or the agenda was to trigger a self-empowerment process whereby the poor and powerless can take charge of their own self actualization agenda and empowering people for their participation in the decision making process effecting their lives.

SDI was established in 1993 by a group of like minded self motivated development workers who were imbibed with the zeal to address the social maladies with a vision of realizing the human potential of the disadvantaged and powerless, alienated from the social, economic and institutional resources.

Address

House#2/4, Shahjahan Rd, Dhaka, Bangladesh

Email: sdi.hoffice@gmail.com
Phone: +88017 1295 5794

Website: https://www.sdi-bd.org/

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen